অস্ট্রিয়ায় আগামী সপ্তাহ থেকে করোনার গ্রীন পাস

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইট GESUNDHEIT.GV.AT থেকে অনলাইনেও সংগ্রহ করা যাবে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইনের জনৈক মুখপাত্র একথা জানিয়েছেন। পত্রিকাটি জানায়, অস্ট্রিয়ায় যারা করোনার প্রতিষেধক ভ্যাকসিন বা টিকা গ্রহণ সম্পন্ন করেছেন তারা আগামী সপ্তাহেই নিজের করোনার গ্রীন পাস সংগ্রহ করতে পারবেন।

সংবাদ সংস্থা এপিএ জানায়, অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় আগামী সপ্তাহ থেকে অস্ট্রিয়ায় করোনার গ্রীন পাস প্রবর্তন করার পরিকল্পনা করছে। কোভিড ১৯ সংক্রমণ থেকে করোনার পরীক্ষার সনদপত্র এবং করোনা থেকে পুনরুদ্ধারের পাশাপাশি ইইউ-অনুবর্তী কিউআর(QR) কোডগুলির সাথে টিকাদানের সনদপত্রও পাওয়া যাবে Gesundheit.gv.at এই ওয়েবসাইটে।

সংবাদ সংস্থা এপিএর অনুরোধে স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগ্যাং মুকস্টাইন (গ্রিনস) এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা মোটামুটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে আমরা গ্রীন পাস প্রদান শুরু করার আশা করছি।

ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) দেশ সমূহের মধ্যে ভ্রমণের জন্য এই গ্রীন পাস বা পাসপোর্ট অত্যন্ত জরুরী ডকুমেন্ট হিসাবে বিবেচিত হবে। এই গ্রীন পাস নিয়ে কেহ ইইউর দেশ সমূহে আগমন করলে তার জন্য করোনার কোন ধরনের পরীক্ষা বা কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। কেহ চাইলে সে তার মোবাইল ফোনেও ডাউনলোড করে রাখতে পারবে এই গ্রীন পাস। তাছাড়াও প্রিন্ট আউট করেও নিজের ফাইলে রাখা যাবে করোনার এই গ্রীন পাসপোর্ট বা পাস।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৬ জন, OÖ রাজ্যে ১৩ জন, Burgenland রাজ্যে ৯ জন, Steiermark রাজ্যে ৭ জন, Vorarlberg রাজ্যেও ৭ জন, Tirol রাজ্যে ৬ জন, Salzburg রাজ্যে আজ কেহ আক্রান্ত শনাক্ত হন নি এবং Kärnten রাজ্যে -৫(ডাটা ক্লিনিং)।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৪৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬৭ লাখ ৬৭ হাজার ১৭৫ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৪৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৭৯ জন।

করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৫,৮৮৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৮৮০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »