ফ্রান্সে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতিতে উদ্বিগ্ন সরকার

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২২ জনের শরীরে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত

ইউরোপ ডেস্কঃ সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন ফ্রান্সে ক্রমশ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের বিস্তার বৃদ্ধি লাভ করায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকার।

এএফপি জানায় আজ মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন,বর্তমানে ফ্রান্সে করোনায় আক্রান্তদের মধ্যে শতকরা ২% থেকে ৪ % এই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত। এই সংখ্যা বর্তমানে সামান্য হলেও আমাদের জন্য বেশ উদ্বেগ কারন হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের মতে এই ডেল্টা ভ্যারিয়েন্ট খুব দ্রুত বিস্তার লাভ করতে পারে।

তিনি বৃটেনের উদাহরণ দিয়ে বলেন,সেখানেও প্রাথমিকভাবে যখন শনাক্ত হয় তখন আমাদের বর্তমান অবস্থার মতোই ছিল। বৃটেনে বর্তমানে নতুন করে করোনার যে প্রাদুর্ভাব চলছে সেটা পুরোটাই এই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য বলে জানিয়েছেন বৃটিশ কর্তৃপক্ষ।

এদিকে গতকাল বিবিসি জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশে বিশেষ করে উত্তর ইংল্যান্ডে করোনার নতুন এই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বৃটেনে করোনার বিধিনিষেধ শিথিলতা আরও চার সপ্তাহের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বিবিসি জানিয়েছেন, গ্রেট ব্রিটেনে করোনার সংখ্যা আবারও হুর হুর করে বাড়ছে। তাই সরকার বাধ্য হয়ে এতদিনের পরিকল্পিত বিধিনিষেধের শিথিলতা আরও চার সপ্তাহ বাড়িয়েছে। ফ্রান্সে করোনার পরিস্থিতি সম্প্রতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে ফ্রান্সে গত সাতদিনে গড়ে প্রতি এক লাখ জনপদে সংক্রমণের সংখ্যা ৪৩ জন। আর ফ্রান্সে এই পর্যন্ত করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে দেশের জনসংখ্যার শতকরা ৪৬%।

তাছাড়াও ফ্রান্সে আজ থেকে ১২ বৎসর বয়সী শিশু এবং কিশোর- কিশোরীদের করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে। তবে এটা বাধ্যতামূলক নয়, বারো বছরের ওপরের শিশুদের টিকাদানের জন্য তাদের পিতামাতার অনুমতি নেয়া আবশ্যিক।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন রাজধানী ভিয়েনায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে এই পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জন। তবে এপিএ জানিয়েছেন এই ২২ জনের অধিকাংশই সন্দেহের মধ্যে রয়েছে। তাদের নমুনা পিসিআর পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

এপিএ আরও জানায়,ধারণা করা হচ্ছে লোয়ার অস্ট্রিয়াতে (NÖ) শনাক্ত ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টটিই এখন ভিয়েনায় প্রচুর পরিমাণে ছড়াচ্ছে।

গতকাল সোমবার এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে ভিয়েনার স্বাস্থ্য কাউন্সিলের সংকটময় দলের জনৈক মুখপাত্র এ তথ্য জানান,আমরা সন্দেহ করছি ভিয়েনায় ভারতীয় করোনা ভাইরাসের এই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যার পরিমাণ আরও বেশী হবে। তিনি জানান,এই ব্যাপারে ভিয়েনা স্বাস্থ্য প্রশাসন বেশ সতর্ক নজর রাখছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৮ জন, Steiermark রাজ্যে ১৬ জন, Tirol রাজ্যে ১৩ জন, Salzburg রাজ্যে ১১ জন, OÖ রাজ্যে ৯ জন, Vorarlberg রাজ্যে ৫ জন এবং Kärnten রাজ্যে – ১ জন(ডাটা ক্লিনিং)।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫১,৪৭৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬৩,৩৫,৫৬০ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৮,৮৪৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৬৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৪,৪৩৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৭৪২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৯৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »