ভিয়েনা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকালীন বিধিনিষেধের মেয়াদ বাড়ছে যুক্তরাজ্যে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ১৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়্যান্টের উচ্চ সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতি বিবেচনায় জুলাই নাগাদ লকডাউন পুরোপুরি তুলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসছে দেশটি। ভারতীয় ভ্যারিয়্যান্টের হুমকির মুখে সেটি পিছিয়ে গেছে আরও অন্তত চার সপ্তাহ।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকারকে আরও অপেক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বরিস জনসন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে আরও বিলম্ব করতে সরকার প্রস্তুত রয়েছে।

পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারির শুরু থেকে ৭ জুন পর্যন্ত যুক্তরাজ্যে ৩৩ হাজার ২০৬ জনের ডেল্টা ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৫৭৩ জনই ভ্যাকসিন নেয়নি। পুরোপুরিভাবে ভ্যাকসিন নিয়েছে এক হাজার ৭৮৫ জন। টিকার একটি ডোজ নিয়েছে সাত হাজার ৫৫৯ জন। বাকিদের টিকা গ্রহণের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এবং শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট করোনা সংক্রমণের ছয় শতাংশেরও বেশি ডেল্টা ভ্যারিয়্যান্ট। এই সংখ্যা বাড়ছে, এটা চিন্তার বিষয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনাকালীন বিধিনিষেধের মেয়াদ বাড়ছে যুক্তরাজ্যে

আপডেটের সময় ০৪:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়্যান্টের উচ্চ সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতি বিবেচনায় জুলাই নাগাদ লকডাউন পুরোপুরি তুলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসছে দেশটি। ভারতীয় ভ্যারিয়্যান্টের হুমকির মুখে সেটি পিছিয়ে গেছে আরও অন্তত চার সপ্তাহ।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকারকে আরও অপেক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বরিস জনসন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে আরও বিলম্ব করতে সরকার প্রস্তুত রয়েছে।

পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারির শুরু থেকে ৭ জুন পর্যন্ত যুক্তরাজ্যে ৩৩ হাজার ২০৬ জনের ডেল্টা ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৫৭৩ জনই ভ্যাকসিন নেয়নি। পুরোপুরিভাবে ভ্যাকসিন নিয়েছে এক হাজার ৭৮৫ জন। টিকার একটি ডোজ নিয়েছে সাত হাজার ৫৫৯ জন। বাকিদের টিকা গ্রহণের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এবং শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট করোনা সংক্রমণের ছয় শতাংশেরও বেশি ডেল্টা ভ্যারিয়্যান্ট। এই সংখ্যা বাড়ছে, এটা চিন্তার বিষয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন