কোন বিধিনিষেধ ছাড়াই অস্ট্রিয়া থেকে স্থল সীমান্ত দিয়ে জার্মানিতে যাওয়া যাবে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন জার্মানি এখন অস্ট্রিয়ার শেষ দুটি ফেডারেল রাজ্যকে তার ঝুঁকির তালিকা থেকে সরিয়ে দিয়েছে। ফলে এখন অস্ট্রিয়া থেকে জার্মানিতে প্রবেশে আর কোন প্রতিবন্ধকতা রইল না।
এপিএ জানায়,রবিবার জার্মান সরকার কর্তৃক তার করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকা সংক্ষিপ্ত করেছে। জার্মানি গ্রিস, ক্রোয়েশিয়া এবং সুইজারল্যান্ডের থেকেও তার বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।
রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৫ জন, Tirol রাজ্যে ৩৩ জন, OÖ রাজ্যে ৩২ জন, Salzburg রাজ্যে ও Vorarlberg রাজ্যে ৮ জন করে, Steiermark রাজ্যে ৪ জন, Kärnten রাজ্যে ৩ জন এবং Burgenland রাজ্যে ২ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৭১,২৪৮ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬২,৪৩,১১৫ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৮,৬২০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৬১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৩,৯৩৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,০২০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস