ইউরোপ ডেস্কঃ গতকাল সোমবার ৭ জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ এবং অস্ট্রিয়ার মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এই বিমান পরিষেবা চুক্তির ফলে আশা করা হচ্ছে কেবল দু’দেশের বিমান চলাচলকেই উৎসাহিত করবে না বরং এর পাশাপাশিদুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও জনগণের সাথে পারস্পরিক যোগাযোগ বাড়াবে।
আশা করা যায় এই চুক্তির ফলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলাদেশ এবং এই অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের মাধ্যমে এক সেতুবন্ধন তৈরী করবে।
তাছাড়াও ভিয়েনা ও ঢাকার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হলে স্ক্যান্ডিনেভিয়া সহ মধ্য, পূর্ব এবং উত্তর ইউরোপীয় দেশগুলির একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে ভিয়েনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের ফলে উভয় দেশই প্রত্যাশা করছে অদূর ভবিষ্যতে অস্ট্রিয়া ও বাংলাদেশের মধ্যে যাত্রী ও কার্গো বিমান চলাচলের প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগগুলি প্রসারিত করবে।
কবির আহমেদ/ ইবি টাইমস