ইউরোপ ডেস্কঃ সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন,ইতালিতে গতকাল সোমবার করোনার সংক্রমণের বিস্তার কমে আসায় আরও চারটি অঞ্চলকে বিপদমুক্ত ‘সাদা’ জোন ঘোষণা করা হয়েছে। নতুন করে সাদা জোন ঘোষিত অঞ্চল সমূহ হল – আব্রুজ্জো, লিগুরিয়া, আম্বরিয়া এবং ভেনেটো। এই অঞ্চলগুলিকে ‘সাদা’ জোনের স্থিতিতে নামিয়ে আনার ফলে এই অঞ্চলে সমূহে এখন করোনার বিধিনিষেধ শিথিল করা হবে।
ইতালির স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে এএফপি গতকাল থেকেই কেন্দ্রীয় ইতালির বেশিরভাগ অঞ্চলকে করোনার বিধিনিষেধ শিথিলতা করার নির্দেশ দিয়েছে।
সরকার আশা পোষণ করছেন দেশের বাকি অংশ এই মাসের শেষের দিকেই সাদা জোনে অর্থাৎ স্বাভাবিক জীবন ধারায় ফিরে আসবে। বর্তমানে সাদা জোন ঘোষিত অঞ্চলে সন্ধ্যার কারফিউ প্রত্যাহার করা হবে এবং হোটেল রেস্টুরেন্ট খোলা রাখার সময়সীমাও বাদ দিতে পারে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রনালয় ও উচ্চ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএসএস) এর সর্বশেষ সাপ্তাহিক করোনাভাইরাস পর্যবেক্ষণ রিপোর্টের পরে গত শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবর্তনগুলি নিশ্চিত করেছে, ইতালির করোনভাইরাস সংখ্যা আরও এক সপ্তাহ অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রিউলি- ভেনিজিয়া- জিউলিয়া, মোলিস এবং সার্ডিনিয়া গত সপ্তাহে ডাউনগ্রেড হওয়ার পরে সাতটি অঞ্চল এখন সাদা জোনে রয়েছে।

ইতালির সান্ধ্যকালীন কারফিউ – যা সাদা অঞ্চলগুলিতে এখন আর প্রযোজ্য নয় – এছাড়াও সোমবার রাত ১১ টা থেকে মধ্যরাতে সরানো হয়েছে এবং ২১ শে জুনের পর এই কারফিউ পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।ক্যাফে, বার এবং রেস্তোঁরা এখন ইতালির সর্বত্র আবার খোলা আছে।
সাদা অঞ্চলগুলিতে সঞ্চারিত অঞ্চলগুলি সর্বশেষ অবশিষ্ট বিধিনিষেধ বাদ দিতে এবং বাণিজ্য মেলা, থিম পার্ক, কনফারেন্স এবং ইনডোর সুইমিং পুল পুনরায় চালু করতে সক্ষম করবে এবং পুনরায় খোলার জাতীয় রোডম্যাপের আওতায় পরিকল্পনার চেয়ে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তবে ইতালির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলেও এখনও সাদা অঞ্চলগুলিতে এখনও সামাজিক দূরত্ব এবং মাস্ক পড়ার বাধ্যবাধকতা থাকবে।
তাছাড়াও বর্তমানে নাইটক্লাব এবং ডিস্কো এখনও খুলছে না এবং বাহিরে এখনও মাস্ক পরার নিয়ম শিথিল করতে পারে কিনা তা জানা যায়নি। সংবাদ মাধ্যম জানিয়েছেন দেশের প্রতিটি অঞ্চলে নিয়মের চূড়ান্ত সেট স্থানীয় কর্তৃপক্ষের উপর নির্ভরশীল, কারণ প্রত্যেকে জাতীয় সরকার কর্তৃক নির্ধারিত আইনগুলির চেয়ে কঠোর বিধিনিষেধ আরোপ আঞ্চলিকভাবে আরও ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সাদা ঘোষিত অঞ্চলে টানা তিন সপ্তাহ যাবৎ প্রতি এক লাখ জনপদে করোনার সংক্রমণ এখন ৫০ জনের নীচে। দেশের সর্বশেষতম সাপ্তাহিক করোনভাইরাস পর্যবেক্ষণ প্রতিবেদনে সমস্ত সূচক করোনাভাইরাস সংখ্যায় আরেকটি হ্রাস দেখিয়েছে।
এক সাংবাদিক সম্মেলনে ইতালির স্বাস্থ্য মন্ত্রনালয় ও উচ্চ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএসএস) এর প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেছেন, “এই ধারা অব্যাহত থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরো ইতালি পুরো সাদা জোনে এসে যাবে। তিনি বলেন, বিভিন্ন বিধিনিষেধ এবং করোনার “ভ্যাকসিন রোলআউট” একত্রিত হওয়ার পর করোনার সংক্রমণের বিস্তার দ্রুত কমে এসেছে।
ইতালি সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রতিদিন প্রায় অর্ধ মিলিয়ন (দৈনিক পাঁচ লাখ ডোজ) প্রদান করে আসছে।
গত শনিবার একদিনেই ৬ লাখ ডোজ প্রদান করে রেকর্ড করেছে। ইতালি একটি পর্যটন সমৃদ্ধ দেশ। তাই ইতালির সরকার অন্যান্য ইউরোপীয় দেশের মতোই দ্রুত তার পর্যটন কেন্দ্র খুলে দিতে আপ্রাণ চেষ্টা করছে।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুসারে গতকাল সোমবার ইতালিতে করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৫৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৫ জন।
ইতালিতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২,৩৩,৬৯৮ জন এবং এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১,২৬,৫৮৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৩৯,১৮,৬৫৭ জন। ইতালিতে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৮৮,৪৫৩ জন।
কবির আহমেদ/ ইবি টাইমস

























