ইউরোপ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না (Moderna) এবার শিশুদেরকে ভ্যাকসিন দিতে চায়। ১২ থেকে ১৫ বছরের শিশু এবং কিশোরদের এই ভ্যাকসিন প্রয়োগে অনুমোদনের জন্য আবেদন করেছে কোম্পানিটি। ইইউতে এখন পর্যন্ত বায়োনটেক / ফাইজারের ভ্যাকসিন এই বয়সের জন্য অনুমোদিত।
অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক চ্যানেল ZIB এবং অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ইইউতে শিশু-কিশোরদের জন্য তার করোনার ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে। এটি অনুমোদন হলে, কিশোর-কিশোরীদের জন্য এটি ইইউর দ্বিতীয় ভ্যাকসিন হবে।
অস্ট্রিয়াতে বর্তমানে মডার্নার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তবে পরিবহণ জনিত এবং উৎপাদনের স্বল্পতার কারনে অস্ট্রিয়ায় এই ভ্যাকসিন কিছুটা কম প্রদান করা হচ্ছে।
সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, করোনার প্রতিষেধক হিসাবে মডার্নার এই ভ্যাকসিন শতকরা ৯৬% কার্যকর বলে মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থাটি দাবি করেছে।
সোমবার সংস্থাটি এই আবেদনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থাটির পরিচালক স্টিফেন ব্যানসেল বলেন, ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এর ইতিবাচক ভোটের ক্ষেত্রে মডার্না ভ্যাকসিনটি ইইউর তরুণদের জন্য বায়নটেক / ফাইজারের পরে প্রাপ্ত দ্বিতীয় ভ্যাকসিন হবে।
আমরা যথাযথ গবেষণায় প্রমাণিত হয়েছে যে, এই ভ্যাকসিনটি কিশোর-কিশোরীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। যুক্তরাষ্ট্রে এটির প্রয়োগেও করোনার সংক্রমণের বিস্তার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
এদিকে মডার্নার ইইউতে শিশু ও কিশোর- কিশোরীদের জন্য অনুমোদনের আবেদনের খবর শোনার সাথে সাথেই অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন (গ্রিনস) স্বাগত জানিয়েছেন।
তিনি সংবাদ সংস্থা এপিএ কে জানান, “আমি সন্তুষ্ট যে, মডার্না এখন বারো বছর বয়স থেকে শিশু এবং কিশোর- কিশোরীদের কোভিড -১৯ টিকা দেওয়ার অনুমোদনের জন্যও EMA তে আবেদন করেছে।” তিনি আরও বলেন,”এই বয়সের জন্য আরও বিস্তৃত সুরক্ষা অফারের পরিপ্রেক্ষিতে SARS-CoV-2 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।
উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় ১৬ বছর বয়সের থেকে সব ধরণের ভ্যাকসিন প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
ফার্মাসিউটিক্যাল সংস্থার পরিচালক স্টিফেন ব্যানসেল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আরও বলেন, মোডার্না কানাডার কিশোর-কিশোরীদেরও জন্যও আবেদন করেছেন এবং যুক্তরাষ্ট্রেও এই বয়সের শিশু ও কিশোর-কিশোরীদের জন্য প্রয়োগের আবেদনের কথা জানান।
সংস্থাটি ইতিমধ্যে মে মাসের শেষে ঘোষণা করেছিল যে, তাদের উৎপাদিত করোনার প্রতিষেধক ভ্যাকসিনটি শিশু ও কিশোর-কিশোরীদের জন্য “অত্যন্ত কার্যকর”। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩,৭০০ শতেরও বেশী অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে একটি ক্লিনিকাল স্টাডি থেকে এই ফলাফল উঠে এসেছে।
এপিএ জানিয়েছেন প্রায় সপ্তাহ খানেক আগে, EMA তরুণদের জন্য বায়োনটেক / ফাইজার ভ্যাকসিন অনুমোদন করেছে। জার্মানিতে, সোমবার থেকে বারো বা তার বেশি বয়সের শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য করোনাভাইরাসের প্রতিষেধক হিসাবে ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিন প্রদান শুরু করেছে।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই ঈঙ্গিত দিয়েছেন, অস্ট্রিয়ায় সম্ভবত আগস্ট মাস থেকে ১২ বছর এবং তার ওপরের শিশু ও কিশোর-কিশোরীদের করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান শুরু করা হবে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৭৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৪৮ জন, Steiermark রাজ্যে ৪২ জন, OÖ রাজ্যে ৩৫ জন, NÖ রাজ্যে ৩৩ জন, Kärnten রাজ্যে ২০ জন, Vorarlberg রাজ্যে ১৬ জন, Burgenland রাজ্যে ৭ জন এবং Salzburg রাজ্যে ১ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সারা দেশে করোনার প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪৩,৭৩৮ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে ৫৬,৩৩,৭৫১ ডোজ।
অস্ট্রিয়ায় করোনায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৭,০৭৯ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৪০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩১,২৯৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,১৪৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৪৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস