ভিয়েনা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২ বছরের জন্য ট্রাম্পকে সাসপেন্ড করল ফেসবুক কর্তৃপক্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৬ সময় দেখুন

আজীবনের জন্য নিষিদ্ধ করেছ টুইটার কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক একাউন্টে নিষেধাজ্ঞা জারি করল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সংস্থার গাইডলাইন লঙ্ঘন করায় তাঁকে ২ বছরের জন্য ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফলে আগামী ২০২৩ সালের জানুয়ারী মাসের আগে কোনওভাবেই ফেসবুক ব্যবহার করতে পারবেন না প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে NBC নিউজ জানিয়েছে, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে ২ বছরের জন্য নিষিদ্ধ করল ফেসবুক। চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিংসার প্রেক্ষিতে সমস্ত ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক সাসপেন্ড হয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন পর্বে তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। এবার ২ বছরের নিষেধাজ্ঞা ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপানোর কারণগুলি গুরুতর। আমরা বিশ্বাস করি যে তাঁর পদক্ষেপগুলি আমাদের বিধিনিষেধ কঠোর ভাবে লঙ্ঘন করেছে। তাই তাঁর ওই পদক্ষেপ শাস্তি যোগ্য।’

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যদি তাদের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত চলতি বছরই। গত নভেম্বর মাসে আমেরিকার সাধারণ নির্বাচনে জয়লাভ করেন জো বাইডেন। এরপরই ট্রাম্পের বিদায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু তিনি ক্ষমতা ছাড়ার আগে এই বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটোলে দাঙ্গার ঘটনা ঘটে। ট্রাম্প সমর্থকদের সঙ্গে মারামারি ও হাতাহাতির জেরে নিহত হন কমপক্ষে ৫ জন। আহত হয়েছিলেন ৪০-এর বেশি। টুইটার কর্তৃপক্ষ তদন্তে নেমে দেখতে পায়, তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট এমন কিছু টুইট করেছিলেন যা প্রত্যক্ষভাবে দাঙ্গার উস্কানি দিয়েছিল। এরপরই আজীবন ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২ বছরের জন্য ট্রাম্পকে সাসপেন্ড করল ফেসবুক কর্তৃপক্ষ

আপডেটের সময় ০৩:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

আজীবনের জন্য নিষিদ্ধ করেছ টুইটার কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক একাউন্টে নিষেধাজ্ঞা জারি করল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সংস্থার গাইডলাইন লঙ্ঘন করায় তাঁকে ২ বছরের জন্য ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফলে আগামী ২০২৩ সালের জানুয়ারী মাসের আগে কোনওভাবেই ফেসবুক ব্যবহার করতে পারবেন না প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে NBC নিউজ জানিয়েছে, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে ২ বছরের জন্য নিষিদ্ধ করল ফেসবুক। চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিংসার প্রেক্ষিতে সমস্ত ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক সাসপেন্ড হয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন পর্বে তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। এবার ২ বছরের নিষেধাজ্ঞা ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপানোর কারণগুলি গুরুতর। আমরা বিশ্বাস করি যে তাঁর পদক্ষেপগুলি আমাদের বিধিনিষেধ কঠোর ভাবে লঙ্ঘন করেছে। তাই তাঁর ওই পদক্ষেপ শাস্তি যোগ্য।’

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যদি তাদের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত চলতি বছরই। গত নভেম্বর মাসে আমেরিকার সাধারণ নির্বাচনে জয়লাভ করেন জো বাইডেন। এরপরই ট্রাম্পের বিদায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু তিনি ক্ষমতা ছাড়ার আগে এই বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটোলে দাঙ্গার ঘটনা ঘটে। ট্রাম্প সমর্থকদের সঙ্গে মারামারি ও হাতাহাতির জেরে নিহত হন কমপক্ষে ৫ জন। আহত হয়েছিলেন ৪০-এর বেশি। টুইটার কর্তৃপক্ষ তদন্তে নেমে দেখতে পায়, তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট এমন কিছু টুইট করেছিলেন যা প্রত্যক্ষভাবে দাঙ্গার উস্কানি দিয়েছিল। এরপরই আজীবন ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার।

কবির আহমেদ/ ইবি টাইমস