ইউরোপ ডেস্কঃ আজ শনিবার অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর (প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জ(ÖVP) রাজধানী ভিয়েনায় চ্যান্সেলর কার্যালয়ে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। অবশ্য অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় ১ জুন থেকে সর্ব সাধারণের জন্য প্রথম ডোজ প্রদান বন্ধ করে দিয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন (Grüne) পূর্বেই জানিয়েছেন অস্ট্রিয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আর নতুন করে অর্ডার করবে না।
অস্ট্রিয়ায় বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা,ফাইজার,মোডার্না ও জনসন এন্ড জনসনের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
করোনার ভ্যাকসিন গ্রহণের পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন,”অন্যান্য অনেকের মতো আমিও ভ্যাকসিন নিয়ে খুশি কারণ এটি বৈশ্বিক মহামারী করোনার থেকে স্বাভাবিকতায় ফিরে আসার মূল চাবিকাঠি।”
তিনি সন্তোষ প্রকাশ করে বলেন,বর্তমানে সমগ্র অস্ট্রিয়ায় আমাদের জনগোষ্ঠীর দুই তৃতীয়াংশ মানুষ করোনার প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করেছেন।এর ফলাফল আমরা এখন ধীরে ধীরে উপলব্ধি করতে পারছি। দেশের অধিক সংখ্যক মানুষ করোনার প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের ফলেই বর্তমানে করোনার সংক্রমণের বিস্তারের হ্রাস পেয়েছে।
তিনি আরও জানান,আমাদের দেশের সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ এবং ঝুঁকিপূর্ণ গ্রুপের মানুষদের শীতের শুরু হওয়ার সাথে করোনার ভ্যাকসিন দেয়া শুরু করা হয়েছিল।
বর্তমানে করোনার ভ্যাকসিন সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকার প্রধানের কার্যালয়ে স্থাপিত বিশেষ টিকাদান বা ভ্যাকসিন কেন্দ্রে সরকার প্রধান করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করলেন।
সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ যারা এখনও নাম নিবন্ধন করেন নি,তাদের উদ্দেশ্যে বলেন, “টিকাটি ভাইরাসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা প্রদান করে এবং দেশের যত বেশী লোক টিকা গ্রহণ করবেন, তাহলে তাড়াতাড়ি আমরা মহামারী করোনাকে পরাভূত করে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য জীবনে ফিরে আসতে পারবো।
কবির আহমেদ/ ইবি টাইমস