নতুন বাজেটে বাড়ল মুক্তিযোদ্ধাদের ভাতা
বাংলাদেশ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার ৩ জুন বিকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন বলে জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম।
অর্থমন্ত্রী সংসদে বলেন, কোভিড-১৯ এর দীর্ঘতর প্রভাব এবং বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে। কোভিড-১৯ এর প্রভাবে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে সৃষ্ট ক্ষতি হতে পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে এবং বিশেষভাবে স্বাস্থ্য খাতে উদ্ভূত প্রয়োজন মেটানোর এবং ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের লক্ষ্যমাত্রা পূরণের ব্যবস্থা প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে।
গতকালের এই বাজেট অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রমুখ।
অর্থমন্ত্রী সংসদে আরও জানান,২০২১-২২ অর্থবছরের বাজেটে ক্যান্সারের ওষুধসহ বিভিন্ন জরুরী চিকিৎসা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে ক্যান্সার ও করোনার ওষুধসহ চিকিৎসা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করা ছাড়াও একইসঙ্গে করোনা টেস্ট কিট, পিপিই ও ভ্যাকসিন আমদানিতে কর অব্যাহতি প্রদান করার প্রস্তাবও রাখা হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটে দাম কমবে যেসব পণ্যের সেগুলি হল,
ক্যানসারের ওষুধ:
ক্যানসারের ওষুধ উৎপাদনের কাঁচামালে আবার শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে ক্যানসারের ওষুধ উৎপাদনে ব্যয় কমবে। এ ছাড়া ওষুধ শিল্পের আরও কিছু কাঁচামালে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
স্যানিটারি ন্যাপকিন:
২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। এজন্য দাম কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের।
ডায়ালাইসিসের টিউব:
ডায়ালাইসিস সেবায় ব্যবহার করা ব্লাড টিউবিং সেটের কর কমানো হয়েছে।
করোনার কিট:
সুরক্ষা সামগ্রীতে শুল্ক অব্যাহতি সুবিধা আগেই ছিল। এবার করোনা শনাক্তের আরটি-পিসিআর কিট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
শৌচাগারের প্যান:
গ্রামের মানুষের স্যানিটেশন সুবিধা বাড়াতে দেশে উৎপাদিত লং প্যানের সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
অটিজম সেবা:
এ সেবার ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতি এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
মেডিকেল ডিভাইস:
বেশ কিছু মেডিকেল যন্ত্রাংশ উৎপাদনে উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।
নতুন বাজেটে বাড়ল মুক্তিযোদ্ধাদের ভাতা:
জাতীয় সংসদে অর্থমন্ত্রীর উপস্থাপিত প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় দুই লাখ বীর মুক্তিযোদ্ধা প্রতি মাসে ১২ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছেন, যা আগামী ২০২১-২২ অর্থবছর থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা হবে।
প্রস্তাবিত এ বাজেটে মোট আয় তিন লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় দুই লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় তিন লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।
কবির আহমেদ /ইবি টাইমস