অস্ট্রিয়ার সিংহভাগ অঞ্চলকে জার্মানি করোনার ঝুঁকিপূর্ণ লিস্ট থেকে সরিয়ে দিয়েছে

অস্ট্রিয়ার Tirol ও Vorarlberg রাজ্য এখনও ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবেই থাকছে 

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ সহ জাতীয় অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছেন জার্মানি আগামী রবিবার থেকে তার করোনার ঝুঁকির তালিকা থেকে অস্ট্রিয়ার Tirol ও Vorarlberg ব্যতীত বাকী রাজ্য থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। আজ শুক্রবার জার্মানির করোনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এর নতুন পরিবর্তিত লিস্ট থেকে সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বর মাসের শুরু থেকেই জার্মানি প্রায় সমগ্র অস্ট্রিয়াকেই করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। জার্মানি ইতিমধ্যেই অস্ট্রিয়ার সাথে তার সীমান্ত সম্পূর্ণ খুলে দিয়েছে।

জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউট অস্ট্রিয়া ছাড়াও ইতালি, চেক প্রজাতন্ত্র,সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের কিছু অংশও করোনার ঝুঁকিপূর্ণ তালিকা থেকে সরিয়ে দিয়েছে। অস্ট্রিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রত্যাহারের ফলে এখন অস্ট্রিয়া থেকে স্থলপথে প্রবেশের আর কোনও বিধিনিষেধ থাকবে না।

এপিএ জানিয়েছে জার্মানির এই ঝুঁকিপূর্ণ অঞ্চল প্রত্যাহারের ফলে এখন জার্মানিতে প্রবেশের পর আর কোয়ারানটাইন ও অনলাইন নিবন্ধকরণের প্রয়োজন নাই। অবশ্য জার্মানি অস্ট্রিয়ার জন্য ইতিমধ্যেই যথাযথ প্রমাণ সহ সম্পূর্ণভাবে টিকা দেওয়া, স্বাচ্ছন্দ্যময় এবং পরীক্ষিত লোকদের জন্য কোয়ারেন্টাইন সহ অন্যান্য বিধিনিষেধ শিথিলতার ঘোষণা দিয়েছে। তবে আকাশ পথে বিমানে আগমন ভ্রমণকারীদের জন্য জার্মানির বিমানবন্দরে এখনও রয়েছে ৩-জি যাচাইয়ের বাধ্যবাধকতা। জার্মানির সংবাদ মাধ্যমও জানিয়েছে “আর কে আই”

ইনস্টিটিউট ইতালি বা চেক প্রজাতন্ত্রের পাশাপাশি সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের কিছু অংশকে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে।

জার্মানির এই ঝুঁকিপূর্ণ অঞ্চল প্রত্যাহারের ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রী। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যাচলেনবার্গ এবং পর্যটন মন্ত্রী এলিজাবেথ কাস্টিংগার জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি উভয় দেশের জন্যই একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।

একটি সূত্র অবশ্য জানিয়েছে,জার্মানি খুব শীঘ্রই অস্ট্রিয়ার Tirol ও Vorarlberg রাজ্যকেও ঝুঁকিমুক্ত অঞ্চল ঘোষণা দিবে যদি আশঙ্কাজনক সংক্রমণের বিস্তার না হয়।

এদিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সকালে তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন,দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য বুর্গেনল্যান্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে কেহ করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হন নি। ফলে গত বছরের আগস্ট মাসের পর এই প্রথম অস্ট্রিয়ার কোন রাজ্যে কেহ করোনায় শনাক্ত হয় নি।

আজ অস্ট্রিয়ায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৩৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫৮ জন,OÖ রাজ্যে ৪৬ জন,Tirol রাজ্যে ৪৩ জন,Steiermark রাজ্যে ৪২ জন, Vorarlberg রাজ্যে ১৮ জন,Salzburg রাজ্যে ১৪ জন এবং Kärnten রাজ্যে ১১ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫৫,৪০৫ ডোজ।এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৫৪,১৯,৪২৮ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৬,১৬৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৩১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩১,১৩৮ জন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩৯৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১১৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »