অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির অভাবনীয় উন্নতি

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনা কমিশন আজ তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের সংবাদ সংস্থা এপিএ কে জানিয়েছেন,অস্ট্রিয়ায় করোনার সংক্রমণের বিস্তার খুব দ্রুত হ্রাস পাচ্ছে। করোনার লাইট কমিশন জানিয়েছেন,অস্ট্রিয়ার অধিকাংশ রাজ্যই এখন হলুদ ও সবুজ রং ঘোষণার পথে।

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে অস্ট্রিয়ায় সংক্রমণের বিস্তার হ্রাস পাওয়ার সাথে সাথে এর প্রভাব করোনার লাইটিং সিস্টেমের উপরও ব্যাপক পরিবর্তন আনছে। ফলে অস্ট্রিয়ার রাজ্য সমূহ বর্তমানে করোনার লাল ও কমলা জোন থেকে ফিরে আসছে।

যদিও কমিশন এই সপ্তাহে কোন রাজ্যকে কোন রং দিচ্ছে না। অস্ট্রিয়ার করোনার লাইট কমিশনের একজন দায়িত্বশীল ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,আজ বুধবার অস্ট্রিয়ার সালজবুর্গ ও বুর্গেনল্যান্ড রাজ্য যথাক্রমে হলুদ ও সবুজ জোনে প্রবেশ করেছে। ফলে এই দুই রাজ্য বর্তমানে অস্ট্রিয়ায় বেশ ভাল অবস্থানে ফিরে এসেছে।

সূত্র জানিয়েছেন,Kärnten রাজ্যও উপরোক্ত দুই রাজ্যের মতই হলুদ বা সবুজের দিকে ফিরে আসছে। বর্তমান শুধুমাত্র পশ্চিমের দুই রাজ্য Tirol ও Vorarlberg রাজ্য এখনও কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮০ জন,OÖ রাজ্যে ৭৭ জন,Vorarlberg রাজ্যে ৫৮ জন,Tirol রাজ্যে ৫১ জন,Steiermark রাজ্যে ৪৩ জন,Kärnten রাজ্যে ২১ জন,Burgenland রাজ্যে ১২ জন এবং Salzburg রাজ্যে – ৯৮ জন(Data Cleaning)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৮৯,৯৮৮ ডোজ। এই পর্যন্ত করোনার মোট প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫২ লাখ ২২ হাজার ২৮৩ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৫,৫৫২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬২১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩০,২৭৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৬৫৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৪১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »