অস্ট্রিয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের সংখ্যা প্রায় ৩ লাখ ৪০ হাজার
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে, ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (EMA) ইইউ সদস্য দেশ সমূহে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের করোনার প্রতিষেধক ভ্যাকসিন হিসাবে ফাইজার ও বায়োনটেক ভ্যাকসিন প্রদানের অনুমতি দিয়েছেন।
অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা “Der Standard” জানিয়েছেন যে,গতকাল শুক্রবার ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বায়োনটেক ও ফাইজারের করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। দায়িত্বপ্রাপ্ত ইএমএ কমিটি শুক্রবার শিশুদের জন্য করোনার ভ্যাকসিন প্রদানের অনুমোদন সম্পর্কিত সুপারিশ ইইউ কমিশনে পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনকে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ইইউ অবশ্যই অনুমোদন দিতে যাচ্ছেন। ইইউতে এখনও অবধি,১৬ বছর বয়স থেকেই এই ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইএমএ (EMA) ভ্যাকসিন সম্পর্কিত প্রধান এবং বিশেষজ্ঞ মার্কো কাভেলারি বলেছেন যে,আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে,ফাইজার ও বায়োনটেক এর করোনার এই প্রতিষেধক ভ্যাকসিনটি ১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য বেশ কার্যকর। তিনি আরও জানান,সাম্প্রতিক গবেষণায় যুক্তরাষ্ট্রে এই ফাইজার ও বায়োনটেক ভ্যাকসিনের কার্যকর প্রমানিত হওয়ায় সে দেশে এই বয়সের শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।
ইএমএ (EMA) ভ্যাকসিন সম্পর্কিত প্রধান এবং বিশেষজ্ঞ মার্কো কাভেলারি আরও জানান,গবেষকরা ১২ থেকে ১৫ বছর বয়সের মধ্যে মোট ২,২৬০ শিশুদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে এর ডাটা মূল্যায়ন করেছেন। গবেষকরা ২১ দিন পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (১,১৩১ শিশু) এবং স্যালাইন সলিউশন (১,১২৯ শিশু) হিসাবে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করেন। প্রতিটি ইনজেকশন দেওয়ার পরে সাত দিন, অংশগ্রহণকারীরা কোনও টিকা দেওয়ার প্রতিক্রিয়া অনুভব করেন নি। গবেষকরা টিকা গ্রহণকারী শিশুদের ৬ মাস পর্যন্ত তাদের নিরক্ষণ করেছেন।
ইএমএর সিদ্ধান্তের পরপরই এক প্রতিক্রিয়ায় অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং ম্যাকস্টেইন (গ্রিনস) বলেন, আমরা করোনা মহামারী মোকাবেলায় আরও এক মাইলফলক অধ্যায়ে প্রবেশ করেছি। তিনি ইএমএর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানান, অস্ট্রিয়ার জাতীয় টিকাদান বোর্ড এখন অস্ট্রিয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের টিকাদানে সিদ্ধান্তটি নিয়ে কাজ করবে।
স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন,অস্ট্রিয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের জন্য ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিন বা টিকা আগামী আগস্ট মাসের প্রথম দিকে শুরু করা হবে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৮৪ জন, NÖ রাজ্যে ৮১ জন,OÖ রাজ্যে ৭০ জন, Salzburg রাজ্যে ৪১ জন,Steiermark রাজ্যে ৩৬ জন, Vorarlberg রাজ্যে ৩৫ জন,Kärnten রাজ্যে ১৭ জন এবং Burgenland রাজ্যে ৫ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৮০৬ ডোজ। এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৪৯ লক্ষ ৮০ হাজার ৯০৬ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৪,২০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৫৯২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২৭,৬২৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,৯৪৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ১৬৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৪৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস