অস্ট্রিয়ায় ছুটির সপ্তাহান্তে বৃষ্টি এবং শীতল আবহাওয়া

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় হোটেল-রেস্টুরেন্ট খুলে দিলেও ছুটির দিনে গার্ডেন রেস্টুরেন্ট বা সুইমিং পুলের আবহাওয়া এখনও অনুকূলে আসে নি।

অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার জানিয়েছেন যে,অস্ট্রিয়ায় উপর দিয়ে পুনরায় আরেকবার শীতল আবহাওয়া বয়ে যাবে। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে পুনরায় ভেজা আবহাওয়া শুরু হয়েছে।বিশেষত কারিন্থিয়া (Kärnten) এবং মধ্য পার্বত্য অঞ্চলে পশ্চিম এবং উত্তর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। দিনের বেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছু কম হলেও সন্ধ্যার পর তা বৃদ্ধির সম্ভাবনা আছে।

অবশ্য পূর্ব অস্ট্রিয়ায় আকাশ এই সময় প্রায়শই মেঘলা এবং বেশিরভাগ সময় শুকনো থাকবে। ডানিয়ূব নদীর অববাহিকায় এবং এর উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম অভিমুখে বাতাস বয়ে যাবে। এই সময়ে দেশের উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা  ১১ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকালে দক্ষিণ আল্পসে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।বিশেষত উত্তরাঞ্চলীয় আল্পসে,সকালে কিছুটা তুষারপাতেরও সম্ভাবনা আছে। রবিবারও তাপমাত্রা ১১ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।সোমবার দেশের উত্তর এবং উত্তর-পূর্বা অঞ্চলে বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে তিরলের আল্পসের মূল প্রান্ত থেকে কারিন্থিয়ার মধ্য দিয়ে দক্ষিণ স্টাইরিয়ায় পর্যন্ত দিনের বেলা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্ব দিকে দুপুর ও সন্ধ্যায় কয়েকদফা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার পুনরায় উত্তর আটলান্টিক থেকে একটি আন্ত মহাদেশীয় নিম্নচাপের প্রভাবে আল্পস পর্বাতাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা তুষারপাতের পূর্বাভাস  দেয়া হয়েছে। এই তুষারপাত তিরোল রাজ্যের ওবারল্যান্ডে পড়ার পূর্বাভাস দেয়া হয়েছ এবং তাপমাত্রা ৯ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার জানিয়েছে। বুধবার থেকে দক্ষিণ স্টাইরিয়া এবং বুর্গেনল্যান্ডে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফিরে আসবে তবে তাপমাত্রা ১১ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১২১ জন,NÖ রাজ্যে ১০৬ জন, Steiermark রাজ্যে ৯২ জন,Tirol রাজ্যে ৭৯ জন,Kärnten রাজ্যে ৩৪ জন, Vorarlberg রাজ্যে ২৪ জন,Salzburg রাজ্যে ১৫ জন এবং Burgenland রাজ্যে ২ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সারা দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৪৮ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৪৫ লক্ষ ৩ হাজার ৩৫২ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪০,৮৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৫৪১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২১,৯৯৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,৩৩৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৪২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৭৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »