হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরা গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজিবুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের খাজিবুর রহমানের পুত্র। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, শৈলজুরা গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজিবুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হলে তাকে উদ্বার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি আরো জানান, গ্রামের কিছু লোকজনের সাথে তাদের বিভিন্ন বিষয়য়াধি নিয়ে বিরোধ ছিল। কে তাঁকে কি কারণে হত্যা করেছে এখনও যানাযায়নি। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস