আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করে তিউনেশিয়া নৌবাহিনী। খবর এএফপি
এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা বাংলাদেশ ও সুদানের বলে ধারণা করা হচ্ছে।
তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএন