ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের রকেটবৃষ্টিতে দিশেহারা ইসরায়েল!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৩২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ইসরায়েল বাহিনীর হামলার পাল্টা জবাব বেশ ভালোই দিচ্ছে হামাস। গাজা থেকে তাদের ছোড়া রকেটবৃষ্টিতে বিস্মিত ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোমও ফাঁকি দিচ্ছে হামাসের রকেট।

এবারের সংঘাতে ফিলিস্তিন থেকে সর্বোচ্চ রকেট হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে ইসরাইল। গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজা থেকে প্রায় ৩ হাজার রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এই সংখ্যাটি ২০১৯ সালে হামাসের সঙ্গে সংঘর্ষ ও ২০০৬ সালে হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের চেয়েও বেশি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আয়রন ডোমের মাধ্যমে তারা অধিকাংশ রকেট হামলা আকাশেই ঠেকিয়ে দিচ্ছে। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা সামনে আসছে। গাজা থেকে ছোড়া অনেক রকেট আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংকট যত দিন গড়াচ্ছে তত যাচ্ছে যুদ্ধের দিকে। এ পর্যন্ত ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ২শ হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৫৮ জন শিশু রয়েছে।

অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তাদের ১০ জন নিহত হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামাসের রকেটবৃষ্টিতে দিশেহারা ইসরায়েল!

আপডেটের সময় ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ইসরায়েল বাহিনীর হামলার পাল্টা জবাব বেশ ভালোই দিচ্ছে হামাস। গাজা থেকে তাদের ছোড়া রকেটবৃষ্টিতে বিস্মিত ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোমও ফাঁকি দিচ্ছে হামাসের রকেট।

এবারের সংঘাতে ফিলিস্তিন থেকে সর্বোচ্চ রকেট হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে ইসরাইল। গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজা থেকে প্রায় ৩ হাজার রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এই সংখ্যাটি ২০১৯ সালে হামাসের সঙ্গে সংঘর্ষ ও ২০০৬ সালে হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের চেয়েও বেশি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আয়রন ডোমের মাধ্যমে তারা অধিকাংশ রকেট হামলা আকাশেই ঠেকিয়ে দিচ্ছে। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা সামনে আসছে। গাজা থেকে ছোড়া অনেক রকেট আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংকট যত দিন গড়াচ্ছে তত যাচ্ছে যুদ্ধের দিকে। এ পর্যন্ত ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ২শ হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৫৮ জন শিশু রয়েছে।

অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তাদের ১০ জন নিহত হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন