তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর : মোমিন মেহেদী

ঢাকাঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারী ও সাবেক সরকারী দলগুলোর চেয়ে তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর। এরা রাষ্ট্রের কথা কখনো কোন অবদানতো রাখেই না, কোন ব্যক্তিকে একটু সাহায্যও করে না। বরং ঈদ-পূঁজো-বড়দিন-মাঘিপূর্ণিমাকে কেন্দ্র করে মানুষের পকেট খালি করে সেই অর্থে আয়েশি সময়কাটায়। তিনি নতুনধারা আয়োজিত ‘রাজনীতি-মানবনীতি’ শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে ঈদ ও পরবতীর্ দিনে নিরন্ন-প্রতিবন্ধী-এতিমদের সাথে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে নতুন পোশাক, খাবার প্রদানকালে উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার লায়লা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

১৫ মে শহীদ পুরানা পল্টনে নিরন্নদের হাতে খাবার তুলে দেয়ার সময় নেতৃবৃন্দ বলেন, নিরন্ন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, নতুন করে দরিদ্র মানুষের সংখ্যায় যোগ হয়েছে আরো আড়াই কোটি, সেদিকে খেয়াল না দিলে লুটেরাদের হাতেই জিম্মি হয়ে যাবে বাংলাদেশ। সেদিন হাজার চেষ্টা করেও আমরা আর রোহিঙ্গা, বিশ^ঋণ, অর্থনৈতিক ধ্বসের হাত থেকে সোনার বাংলাদেশকে রক্ষা করতে পারবো না। মনে রাখতে হবে বেশি ধর্মের দোহাই দেয়া আর সমাজতন্ত্রের কথা বলা ব্যক্তিরাই দেশ ও মানুষের সবচেয়ে বড় শত্রু। উদাহরণ হিসেবে বলতে পারি- রাজনীতির নামে প্রতারণার দোকান খুলে বসা সাকি-খালেকুজ্জামান-মান্না-রব-ববি-মাহি-নুর-পার্থ প্রমুখ এবং ধর্মের নামে মানুষকে ধোকা দেয়া মামুনুল-বাবুনগরী-কাশেমী-চরমোনাইর পীর, জামায়াতে ইসলামী ও এবি পার্টির নেতাকর্মীদের একটি বড় অংশ। তারা রাজনীতিকে-ধর্মকে-সমাজতন্ত্রকে কলুষিত করছে প্রতিদিন-প্রতিক্ষণ। সাধারণ মানুষ এদের মত প্রতারণার রাজনীতিকদের কারণেই রাজপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। দিনে তারা রাজপথে সরকারের বিরোধীতা করে রাতে তারাই আবার সরকারী দলের নেতাদের সাথে বৈঠক করে।

হাফিজা লাকী /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »