ঢাকা্: দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে রাজধানী ঢাকার সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালসহ ৬৪ জেলার টার্মিনালগুলোয় অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবহনশ্রমিক ও মালিকেরা।
ঈদের দিন শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর টার্মিনালসহ জেলার টার্মিনালে একযোগে পরিবহনশ্রমিক ও মালিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলেন, করোনায় সরকারি বিধিনিষেধে অনেকদিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এতে করে আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন সেক্টরে জড়িত কয়েক লাখ শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবিতে ঈদের আগে ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে। অবিলম্বে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
ঢাকা/ইবিটাইমস/আরএন