ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: বাবার নামে দোয়া করাতে রওয়ানা দিয়ে মো. শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের শেষ ঠিকানা হলো বাবারই কবরের কাছে।
বৃহস্পতিবার (১২মে) দুপুরে তাকে দাফন করা হয়। তিনি জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আরামকাঠী গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার
ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর (এমএ)শ্রেণীর ছাত্র।
বুধবার (১২মে) দুপুরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এনায়েতপুরী নামের একটি ফেরিতে যাত্রীদের চাপাচাপিতে ওই যুবকের মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক তার পরিবারের ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে সবার ছোট। লেখা-পড়ার পাশাপাশি তার বড় ভাই আল- আমিন-এর ঢাকার সাভারে অবস্থিত একটি ফার্নিচারের ব্যবসায় দেখাশুনা করতো । মাত্র এক মাস আগে তার পিতা মারা যান। তাই বাবার জন্য দোয়া করাতে ও মায়ের সাথে ঈদ করতে গত বুধবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন ।
নিহতের বড়ভাই মো. আল-আমিন হোসেন জানান, বাবার জন্য দোয়া করাতে ও মায়ের সাথে ঈদকরতে বাড়িতে আসতে চাইলে আমি তাকে ব্যবস্থা করে দেই বলে কান্নায় ভেঙ্গে পড়েন। ওই যুবকের মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে হৃয়দ বিদারন দৃশ্যের সৃষ্টি হয়। এলাকায় চলছে শোকের মাতম।
লাহেল মাহমুদ/ ইবি টাইমস