ভোলায় ৫ টাকায় খাদ্য সহায়তা

ভোলা প্রতিনিধিঃ ভোলায় মাত্র ৫ টাকায়,ছাত্রীরা মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ ও সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক পরিবারের মাঝে ছাত্রীরা মিলে নাম মাত্র ৫ টাকায় খাদ্য সহায়তা প্রদান করেছে।

ভোলা প্রেসক্লাবের সামনে ‘মানবিক উদ্যোগ’ নামে সামাজিক সংগঠনের ব্যানারে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামগ্রীর মধ্যে রয়েছে মাত্র ৫ টাকায় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাশিমুখে বাড়ি ফিরেছে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু ও এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন। ‘মানবিক উদ্যোগ’ সদস্য শিক্ষার্থী সানজিদা হোসেন এশা, এলিনসহ তাদের সহপাঠীরা এই ব্যতিক্রমী আয়োজন করে অসহায় পরিবারকে সহায়তা প্রদান করেন।

খালেক মিয়া, রহিমা বিবি, আফরোজারা বলেন, ৫ টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারে না। কটা দিন চিন্তা করতে হবে না তাদের। আর এটা ত্রান মনে হচ্ছে না মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। সহায়তা প্রাপ্তরা আয়োজক ছাত্রীদের দোয়া করে বলেন আল্লাহ তোমাগোরে ভালো রাখুক।

ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু বলেন, মানবিক উদ্যোগ ভোলায় এই প্রথম এমন ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের এমন ব্যক্তিক্রমী উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান। এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন বলেন, এ রকম উদ্যোগটি প্রসংশনীয়। শিক্ষার্থীরা যে এমনটা ভেবেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান।

আয়োজক সানজিদা হোসেন এশা জানান, মানুষের যেন মনে না হয় যে তারা ত্রান নিচ্ছেন তাই নামমাত্র ৫টাকা করে রাখা। এতে করে তাদের মনে হচ্ছে তারা নিজেদের টাকায় বাজার নিচ্ছে। তাদের মাঝে যেন কোন সংকোচ বোধ না থাকে তাই আমাদের এ ব্যতিক্রমী উদ্যোগ।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »