ভিয়েনা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চালকের গলায় ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ১০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে শান্ত নামের এক কিশোর রিকশাচালক।

ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, শান্তর গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মধ্য জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত নামে ওই কিশোর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রফিকের ছেলে। স্থানীয় লোকজন জানান, পরিবারের অভাব মেটাতে ব্যাটারি চালিত রিকশা চালায় শান্ত।

শুক্রবার রাত আটটার দিকে দৌলতখান বাজারের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে তিনজন যাত্রী ওঠে তার রিকশায়। বাংলাবাজার এলাকায় যাওয়ার পথে একটি শাখা রাস্তায় রিকশাটি নিতে বলে তারা। তারা আরও জানান, গলির ভেতর যাওয়ার পর যাত্রীদের একজন শান্তর গলায় ছুরি চালায়। ওই সময় শান্তর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, শান্তর গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চালকের গলায় ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

আপডেটের সময় ০৫:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে শান্ত নামের এক কিশোর রিকশাচালক।

ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, শান্তর গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মধ্য জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত নামে ওই কিশোর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রফিকের ছেলে। স্থানীয় লোকজন জানান, পরিবারের অভাব মেটাতে ব্যাটারি চালিত রিকশা চালায় শান্ত।

শুক্রবার রাত আটটার দিকে দৌলতখান বাজারের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে তিনজন যাত্রী ওঠে তার রিকশায়। বাংলাবাজার এলাকায় যাওয়ার পথে একটি শাখা রাস্তায় রিকশাটি নিতে বলে তারা। তারা আরও জানান, গলির ভেতর যাওয়ার পর যাত্রীদের একজন শান্তর গলায় ছুরি চালায়। ওই সময় শান্তর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, শান্তর গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস