ভিয়েনা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

একদিনে অস্ট্রিয়ায় এক লাখ ডোজ ভ্যাকসিন প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ৮ সময় দেখুন

এক টুইট বার্তায় অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন ভল্ফগাং ( Mückstein Wolfgang) আজ এক টুইট বার্তায় দেশে করোনার ভ্যাকসিন প্রদানের এই মাত্রা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান আজ দেশে একদিনেই ৯৯,৩১৭ ডোজ করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন যে, অস্ট্রিয়ায় প্রতিদিন করোনার ভ্যাকসিন ১ লাখ ৩০ হাজারে উন্নীত করা হবে।

মন্ত্রী তার টুইটার একাউন্টে ক্রমবর্ধমান ভ্যাকসিন বা টিকাদানের কর্মসূচির এই বৃদ্ধির হার নিয়ে সন্তুষ্ট এবং ভ্যাকসিনেশন দল ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যার রেজিস্ট্রেশন করে,লাইনে দাঁড়িয়ে কষ্ট করে করোনার টিকা নিচ্ছেন,যারা টিকা দিচ্ছেন এবং যারা এই করোনার ভ্যাকসিন কার্যক্রমে দৈহিক ঔ প্রাতিষ্ঠানিক সাহায্য করছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বাধ্যতামূলক টিকা দেওয়ার বিপক্ষে।

এদিকে অস্ট্রিয়ার নিউজ নেটওয়ার্ক Oe24 জানিয়েছেন যে, অস্ট্রিয়ায় এই পর্যন্ত প্রায় ২০ লাখের বেশী মানুষ করোনার প্রতিষেধক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত ১০ লাখের উপরে মানুষ করোনার উভয় ডোজ গ্রহণ করেছেন।যা দেশের মোট জনসংখ্যার শতকরা ১০.৬% ।

শুক্রবার পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, টিকা দেওয়ার হার (প্রথম ডোজ গ্রহণ; নোট) বুর্গেনল্যান্ডে সর্বোচ্চ ৩৪.৪ শতাংশ,তিরোলে ৩২.৮ শতাংশ জনগণ টিকা প্রদান করেছেন এবং ভোরারলবার্গে ৩২.৫ শতাংশ।  কারিন্থিয়া (৩১.৫ শতাংশ), উচ্চ অস্ট্রিয়া (২৯.৫ শতাংশ), লোয়ার অস্ট্রিয়া (২৮.৫ শতাংশ), স্টায়রিয়া (২৮.৫ শতাংশ) এবং সালজবুর্গ (২৭.৭ শতাংশ)। সবশেষে রাজধানী ভিয়েনায় জনসংখ্যার আনুপাতিক হারে এই পর্যন্ত করোনার প্রতিষেধক ভ্যাকসিন বা টিকা প্রদান করা হয়েছে শতকরা ২৬.৫%।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,২৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Steiermark রাজ্যে ২৬৪ জন,OÖ রাজ্যে ২৫৮ জন,NÖ রাজ্যে ২২৯ জন,Tirol রাজ্যে ১২৩ জন,Vorarlberg রাজ্যে ১০৪ জন,Kärnten রাজ্যে ৬৪ জন,Salzburg  রাজ্যে ৪৩ জন এবং Burgenland রাজ্যে ২৩ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৯৯ হাজার ৩১৭ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৫ লক্ষ ৫৯ হাজার ৬৭৪ ডোজ।

অস্ট্রিয়া এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩০,০৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৩৭৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,০১,৯৫৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৭,৭১৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৪০৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩১৯ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একদিনে অস্ট্রিয়ায় এক লাখ ডোজ ভ্যাকসিন প্রদান

আপডেটের সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

এক টুইট বার্তায় অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন ভল্ফগাং ( Mückstein Wolfgang) আজ এক টুইট বার্তায় দেশে করোনার ভ্যাকসিন প্রদানের এই মাত্রা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান আজ দেশে একদিনেই ৯৯,৩১৭ ডোজ করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন যে, অস্ট্রিয়ায় প্রতিদিন করোনার ভ্যাকসিন ১ লাখ ৩০ হাজারে উন্নীত করা হবে।

মন্ত্রী তার টুইটার একাউন্টে ক্রমবর্ধমান ভ্যাকসিন বা টিকাদানের কর্মসূচির এই বৃদ্ধির হার নিয়ে সন্তুষ্ট এবং ভ্যাকসিনেশন দল ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যার রেজিস্ট্রেশন করে,লাইনে দাঁড়িয়ে কষ্ট করে করোনার টিকা নিচ্ছেন,যারা টিকা দিচ্ছেন এবং যারা এই করোনার ভ্যাকসিন কার্যক্রমে দৈহিক ঔ প্রাতিষ্ঠানিক সাহায্য করছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বাধ্যতামূলক টিকা দেওয়ার বিপক্ষে।

এদিকে অস্ট্রিয়ার নিউজ নেটওয়ার্ক Oe24 জানিয়েছেন যে, অস্ট্রিয়ায় এই পর্যন্ত প্রায় ২০ লাখের বেশী মানুষ করোনার প্রতিষেধক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত ১০ লাখের উপরে মানুষ করোনার উভয় ডোজ গ্রহণ করেছেন।যা দেশের মোট জনসংখ্যার শতকরা ১০.৬% ।

শুক্রবার পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, টিকা দেওয়ার হার (প্রথম ডোজ গ্রহণ; নোট) বুর্গেনল্যান্ডে সর্বোচ্চ ৩৪.৪ শতাংশ,তিরোলে ৩২.৮ শতাংশ জনগণ টিকা প্রদান করেছেন এবং ভোরারলবার্গে ৩২.৫ শতাংশ।  কারিন্থিয়া (৩১.৫ শতাংশ), উচ্চ অস্ট্রিয়া (২৯.৫ শতাংশ), লোয়ার অস্ট্রিয়া (২৮.৫ শতাংশ), স্টায়রিয়া (২৮.৫ শতাংশ) এবং সালজবুর্গ (২৭.৭ শতাংশ)। সবশেষে রাজধানী ভিয়েনায় জনসংখ্যার আনুপাতিক হারে এই পর্যন্ত করোনার প্রতিষেধক ভ্যাকসিন বা টিকা প্রদান করা হয়েছে শতকরা ২৬.৫%।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,২৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Steiermark রাজ্যে ২৬৪ জন,OÖ রাজ্যে ২৫৮ জন,NÖ রাজ্যে ২২৯ জন,Tirol রাজ্যে ১২৩ জন,Vorarlberg রাজ্যে ১০৪ জন,Kärnten রাজ্যে ৬৪ জন,Salzburg  রাজ্যে ৪৩ জন এবং Burgenland রাজ্যে ২৩ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৯৯ হাজার ৩১৭ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৫ লক্ষ ৫৯ হাজার ৬৭৪ ডোজ।

অস্ট্রিয়া এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩০,০৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৩৭৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,০১,৯৫৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৭,৭১৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৪০৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩১৯ জন।বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস