
ঝালকাঠিতে প্রচন্ড তাপদাহ ও রমজানের মধ্যে একটু স্বস্তি নিয়ে এসেছে পানিতাল
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রচন্ড তাপদাহ ও রমজানের মধ্যে একটু স্বস্তি এনে দিয়েছে বাজারে আসা পানিতাল। ব্যাপকহারে এই তাল বাজারে না আসলেও নতুন করে বাজারে আসতে শুরু করেছে। তবে দাম তুলনামুলক বেশি। এক পিস তাল ১৫ টাকায় বিক্রি হচ্ছে। ১টি পানিতালে ১-৩টি কোষ থাকে এবং এই সময়ে এই কোষগুলিতে তরল পানি জাতীয় পদার্থ থাকে যা…