ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যান সভায় বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃএনায়েত হোসেন।ভোলা জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন এর সঞ্চালনায় ২০২১ইং সালের মার্চ মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত সকল পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
সাব্বির আলম বাবু/ইবি টাইমস



























