হবিগঞ্জ নবীগঞ্জে র্যািবের অভিযানে সুনামগঞ্জের ২ জনকে ৪১ কেজি গাজাঁসহ আটক

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪১ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯।

বুধবার (২৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদার এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে ৪১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর বড় কাপন এলাকার মো. আশিক আলীর ছেলে মো. তাইবুর রহমান (২৮), একই উপজেলার খাড়াই এলাকার আলকাছ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)কে গাজাঁ পাচারকালে আটক করা হয়।

পরবর্তীতে মাদক আইনে মামলা দিয়ে নবীগঞ্জ থানায় আটককৃতদেরকে হস্তান্তর করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »