পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর নদ নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এর নেতৃত্বে লোহালিয়া এবং লাউকাঠী নদীতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি নিষিদ্ধ বেহুদ্দিল জাল এবং একটি নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা কালে কোস্ট গার্ড সদস্য সহ উপজেলা মৎস্য কর্মকতা উপস্থিত ছিলেন। পরে উদ্ধার হওয়া জাল আগুনে পুড়িয়ে ধংশ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহ জানান, অবৈধ জালের ব্যবহার বন্ধে পুরো জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ছোট ফাঁসের এসব জালের ব্যবহার বন্ধ করতে পারলে ইলিশ সহ দেশে অনান্য মাছের উৎপাদনও অনেকটা বৃদ্ধি পাবে।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস