ভিয়েনা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু প্রায় ৩১ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ৬ সময় দেখুন

ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে ১৪ কোটিরও বেশি মানুষ। আর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৯৯ হাজারের বেশি।

শনিবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৩২ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৯৯ হাজার ২৯৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৪০ লাখ ১৭ হাজার ৪৭৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।

এরপরই রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে দেশটি। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জনের।

তালিকার তৃতীয় স্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জনের।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৬১ হাজার ৪৩২ জন।

এদিকে, অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,০৪,৮২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,০৫৫ জন। করোনার থেকে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,৬৮,২১৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৫৫৫ জন।

আ.ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় মৃত্যু প্রায় ৩১ লাখ

আপডেটের সময় ০৫:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে ১৪ কোটিরও বেশি মানুষ। আর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৯৯ হাজারের বেশি।

শনিবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৩২ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৯৯ হাজার ২৯৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৪০ লাখ ১৭ হাজার ৪৭৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।

এরপরই রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে দেশটি। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জনের।

তালিকার তৃতীয় স্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জনের।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৬১ হাজার ৪৩২ জন।

এদিকে, অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,০৪,৮২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,০৫৫ জন। করোনার থেকে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,৬৮,২১৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৫৫৫ জন।

আ.ডেস্ক/ইবিটাইমস/আরএন