ভিয়েনা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রীর স্কুল খোলার পরিকল্পনা উপস্থাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ১১ সময় দেখুন

আগামী ১৭ মে সোমবার থেকে অস্ট্রিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইন্স ফ্যাসম্যান (ÖVP) শনিবার ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে আগামী ১৭ মে থেকে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের সরাসরি মুখোমুখি পাঠদান পুনরায় শুরু করার বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ, স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক হতে হবে, স্কুলের দলগত ইভেন্টগুলি নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র গান গাওয়ার ক্লাশ এবং খেলাধুলার জন্য স্কুল চলাকালীন সময়ে বাহিরে যাওয়ার অনুমতি দেয়া হবে। তাছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা পরীক্ষার ব্যবস্থা আরও দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে তিনবার করোনার পরীক্ষা করার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য যে,গতকাল অস্ট্রিয়ার ফেডারেল সরকার ঘোষণা করেছে যে, দেশের স্কুলগুলি ১৭ ই মে দেকে মুখোমুখি শিক্ষায় ফিরে আসবে। প্রাথমিক বিদ্যালয় (Volksschule) তাদের সম্পূর্ন ক্লাশে ফিরে আসবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে স্বাভাবিক মাস্ক পড়তে হবে। তবে উপরের ক্লাশের শিক্ষার্থীদের দুই ভাগ করে শিফট পদ্ধতিতে একদিন পর পর ক্লাশ অনুষ্ঠিত হবে। উপরের ক্লাশের শিক্ষার্থীদের জন্য স্কুলে এফএফপি২ মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

 

শিক্ষামন্ত্রী হাইন্স ফ্যাসমান জোর দিয়ে বলেন, বর্তমানে অস্ট্রিয়ার স্কুলগুলিতে চলমান স্ব-পরীক্ষার ক্রমবর্ধমান সিস্টেমের আরও দ্রুত উন্নতি করা হবে। উদাহরণস্বরূপ ভিয়েনায় পাইলট প্রকল্পের মাধ্যমে যা করোনার পিসিআর পরীক্ষার প্রবর্তন পরীক্ষা করে আগামী শরতের পূর্বেই স্কুলে সপ্তাহে তিনবার পরীক্ষা সম্পন্ন করার অনুরোধ করেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন(ÖVP)।শিক্ষামন্ত্রী বলেন,এটি একটি “বিশাল সংখ্যা” এবং অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো।

ফ্যাসম্যান গ্রীষ্মের (জুলাই-আগস্ট) ছুটির পর শরৎকালে স্কুলগুলিতে কিভাবে ক্লাশ চলবে তা এখনই সঠিকভাবে বলতে পারেন নি। যাইহোক, সরকার সম্ভবত গ্রীষ্মের ছুটির পূর্বে সমস্ত দেশে করোনার ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবেন।ফলে আমরা আশা করছি গ্রীষ্মের ছুটির পর শরৎকালে নিশ্চিন্তে স্কুল খুলতে পারবো।

শিক্ষামন্ত্রী আসন্ন মাতুরা (স্কুল সমাপনী পরীক্ষা) উপলক্ষে পরীক্ষার আগে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগকে কমিয়ে আনার জন্য অনুরোধ করেছেন।

মন্ত্রী আরও জানান,মাতুরার লিখিত পরীক্ষার প্রথম সপ্তাহে দূরত্ব শিক্ষার পরিপূরক পাঠগুলি অনুষ্ঠিত হয়েছে।স্নাতকদের পরীক্ষায় করোনার নেগেটিভ পরীক্ষার একটি সনদপত্র আনতে বলা হয়েছে- যদি সম্ভব হয়।

শিক্ষার্থীদের জন্য করোনার ভ্যাকসিন প্রদান এবং পরীক্ষা ছাড়াও, শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে যা লকডাউন এবং হোমস্কুলিংয়ের পরিণতিগুলি মোকাবেলা করছে। সামনে স্কুলে মনোবিজ্ঞান শতকরা ২০% শতাংশ আরও বৃদ্ধি করা হবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ২,১৩১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪৭৮ জন।

অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৪৩০ জন,NÖ রাজ্যে ৩৩২ জন,Steiermark রাজ্যে ৩১০ জন, Tirol রাজ্যে ১৭০ জন,Kärnten রাজ্যে ১৪০ জন, Vorarlberg রাজ্যে ১১৯ জন,Salzburg রাজ্যে ১০৭ জন এবং Burgenland রাজ্যে ৪৫ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র  অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৭,৩৮৬ ডোজ।  অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ২৭,৬১,১৬১ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,০৬,৯৫৪ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,০৭০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৫,৭০,৬৮৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৬,২০০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫০৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৮৪৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রীর স্কুল খোলার পরিকল্পনা উপস্থাপন

আপডেটের সময় ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

আগামী ১৭ মে সোমবার থেকে অস্ট্রিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইন্স ফ্যাসম্যান (ÖVP) শনিবার ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে আগামী ১৭ মে থেকে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের সরাসরি মুখোমুখি পাঠদান পুনরায় শুরু করার বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ, স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক হতে হবে, স্কুলের দলগত ইভেন্টগুলি নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র গান গাওয়ার ক্লাশ এবং খেলাধুলার জন্য স্কুল চলাকালীন সময়ে বাহিরে যাওয়ার অনুমতি দেয়া হবে। তাছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা পরীক্ষার ব্যবস্থা আরও দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে তিনবার করোনার পরীক্ষা করার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য যে,গতকাল অস্ট্রিয়ার ফেডারেল সরকার ঘোষণা করেছে যে, দেশের স্কুলগুলি ১৭ ই মে দেকে মুখোমুখি শিক্ষায় ফিরে আসবে। প্রাথমিক বিদ্যালয় (Volksschule) তাদের সম্পূর্ন ক্লাশে ফিরে আসবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে স্বাভাবিক মাস্ক পড়তে হবে। তবে উপরের ক্লাশের শিক্ষার্থীদের দুই ভাগ করে শিফট পদ্ধতিতে একদিন পর পর ক্লাশ অনুষ্ঠিত হবে। উপরের ক্লাশের শিক্ষার্থীদের জন্য স্কুলে এফএফপি২ মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

 

শিক্ষামন্ত্রী হাইন্স ফ্যাসমান জোর দিয়ে বলেন, বর্তমানে অস্ট্রিয়ার স্কুলগুলিতে চলমান স্ব-পরীক্ষার ক্রমবর্ধমান সিস্টেমের আরও দ্রুত উন্নতি করা হবে। উদাহরণস্বরূপ ভিয়েনায় পাইলট প্রকল্পের মাধ্যমে যা করোনার পিসিআর পরীক্ষার প্রবর্তন পরীক্ষা করে আগামী শরতের পূর্বেই স্কুলে সপ্তাহে তিনবার পরীক্ষা সম্পন্ন করার অনুরোধ করেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন(ÖVP)।শিক্ষামন্ত্রী বলেন,এটি একটি “বিশাল সংখ্যা” এবং অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো।

ফ্যাসম্যান গ্রীষ্মের (জুলাই-আগস্ট) ছুটির পর শরৎকালে স্কুলগুলিতে কিভাবে ক্লাশ চলবে তা এখনই সঠিকভাবে বলতে পারেন নি। যাইহোক, সরকার সম্ভবত গ্রীষ্মের ছুটির পূর্বে সমস্ত দেশে করোনার ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবেন।ফলে আমরা আশা করছি গ্রীষ্মের ছুটির পর শরৎকালে নিশ্চিন্তে স্কুল খুলতে পারবো।

শিক্ষামন্ত্রী আসন্ন মাতুরা (স্কুল সমাপনী পরীক্ষা) উপলক্ষে পরীক্ষার আগে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগকে কমিয়ে আনার জন্য অনুরোধ করেছেন।

মন্ত্রী আরও জানান,মাতুরার লিখিত পরীক্ষার প্রথম সপ্তাহে দূরত্ব শিক্ষার পরিপূরক পাঠগুলি অনুষ্ঠিত হয়েছে।স্নাতকদের পরীক্ষায় করোনার নেগেটিভ পরীক্ষার একটি সনদপত্র আনতে বলা হয়েছে- যদি সম্ভব হয়।

শিক্ষার্থীদের জন্য করোনার ভ্যাকসিন প্রদান এবং পরীক্ষা ছাড়াও, শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে যা লকডাউন এবং হোমস্কুলিংয়ের পরিণতিগুলি মোকাবেলা করছে। সামনে স্কুলে মনোবিজ্ঞান শতকরা ২০% শতাংশ আরও বৃদ্ধি করা হবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ২,১৩১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪৭৮ জন।

অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৪৩০ জন,NÖ রাজ্যে ৩৩২ জন,Steiermark রাজ্যে ৩১০ জন, Tirol রাজ্যে ১৭০ জন,Kärnten রাজ্যে ১৪০ জন, Vorarlberg রাজ্যে ১১৯ জন,Salzburg রাজ্যে ১০৭ জন এবং Burgenland রাজ্যে ৪৫ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র  অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৭,৩৮৬ ডোজ।  অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ২৭,৬১,১৬১ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,০৬,৯৫৪ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,০৭০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৫,৭০,৬৮৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৬,২০০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫০৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৮৪৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস