ফুডপান্ডা কর্মীকে মারধরের মামলায় সুজন কে গ্রেপ্তার করেছে পুলিশ

সাভার প্রতিনিধিঃ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে সাভার পৌরসভার বনপুকুরের মালঞ্চ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুজনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ-হিল কাফি।

সাভার-আশুলিয়ার স্থানীয় সাংসদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানের ব্যক্তিগত সহকারি (পিও) ছিলেন সুজন। সম্প্রতি দুর্নীতির অভিযোগ ও উদ্ধত্য কারণে বরখাস্ত হয়।

বুধবার (১৪ এপ্রিল)বিকেল ৫ টা ১০ মিনিটে সাভার পৌরসভার বনপুকুরের মালঞ্চ আবাসিক এলাকায় আব্দুল লতিফ নামে এক ফুটপান্ডা কর্মীকে মারধর করে তাড়িয়ে দেয় সুজন।

ঘটনার সময় পাশের ভবনের এক বাসিন্দা মারধরের ভিডিও তার মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। পরবর্তীতে সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে। বিষয়টি ফেসবুক পাড়া থেকে স্থানীয় প্রশাসনের নজরে আসে। খোদ প্রতিমন্ত্রীও এই ঘটনায় ক্ষুব্ধ হন।

সাভার-আশুলিয়ার স্থানীয় সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মাদবর সুজনের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমি অন্যায় কে প্রশ্রয় দেই না। আমার স্পষ্ট বার্তা হচ্ছে, অন্যায় যে করবে তার প্রতি কোন রকম অনুকম্পা নয় এবং বরাবরের মতোই অন্যায়কারীর প্রতি শূন্য সহনশীলতা জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ফুডপান্ডা কর্মী আব্দুল লতিফকে মারধরের ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে তা পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে আসে।

পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হলে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয় সাইদুর রহমান সুজন কে।

মারধরের শিকার ফুডপান্ডা কর্মী শনিবার সাভার থানায় এ ব্যাপারে মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

মোঃ জীবন হাওলাদার/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »