ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: পিরোজপুরের নেছারবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সুত্র জানা গেছে, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত সোমবার তার শরীরে সামান্য জ্বর দেখা দিলে মঙ্গলবার (এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে শুক্রবার (১৬এপ্রিল) রাতে ফলাফলে করোনা পজেটিভ আসে। তার শরীরে এখন করোনার কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সাথে কথা হলে তিনি জানান, তার শরীরে করোনার কোন উপসর্গ নাই। তিনি বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস