ভিয়েনা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

ভিয়েনার লকডাউন ২ মে পর্যন্ত বর্ধিত, স্কুল খুলবে ২৬ এপ্রিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ১৭ সময় দেখুন

ভিয়েনায় লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ ও সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে, ভিয়েনার চলমান লকডাউনটি আরও প্রায় দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ।

এপিএ জানিয়েছেন যে,ভিয়েনায় করোনার ক্রমবর্ধমান সংক্রমণ বিস্তার লাভের ফলে হাসপাতালের আইসিইউ ইউনিটগুলি প্রায় পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা দেয়ায় মেয়র লুডভিগ আজ ভিয়েনা সিটি কাউন্সিলর অফিসে ভিয়েনার বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন।

এই ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে মেয়র মিখাইল লুডভিগের(SPÖ)সাথে যুক্ত হয়েছিলেন ভিয়েনা সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকার (SPÖ) এবং ভাইস মেয়র ক্রিস্টোফ উইডারকেহর (NEOS),তাছাড়াও ভিয়েনা রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নিয়েছিলেন।

তারা ভিডিও কনফারেন্সে ভিয়েনার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বিশেষত ভিয়েনার নিবির পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর সক্ষমতার বিষয়ে আলোচনা করেছেন।

ভিয়েনায় বর্তমানে করোনার রোগীদের জন্য নির্ধারিত ৩১০ টি আইসিইউ বেডের মধ্যে ২৫০ টি বেড পূর্ণ হয়ে আছে। কাজেই বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন যে,সংক্রমণের বিস্তার এখনই নিয়ন্ত্রণে আনতে হলে চলমান লকডাউনটিকে আরও বাড়াতে হবে, নতুবা ভিয়েনা রাজ্য তার স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা করতে পারবে না।

ভিডিও কনফারেন্সের পর ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ এক প্রেস ব্রিফিংয়ে ভিয়েনার লকডাউনটি ২ মে পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত জানান।

তিনি আরও বলেন,ভিয়েনার স্কুলে দূরবর্তী শিক্ষা বা অনলাইন ক্লাশ অব্যাহত থাকবে। ভিয়েনার স্কুলগুলি আগামী ২৫ এপ্রিল খোলা হবে। ভিয়েনার লকডাউনটি বর্ধিত হওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া ব্যবসা-বাণিজ্য,হেয়ার ড্রেসার সহ অন্যান্য বাকী বিভিন্ন পরিষেবা সার্ভিস অব্যাহত বন্ধ থাকবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সন্ধ্যায় জানা গেছে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বাকী দুইটি রাজ্যের মধ্যে লোয়ার অস্ট্রিয়া তার লকডাউন ভিয়েনার সাথে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বুর্গেনল্যান্ডের থেকে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত এখনও জানা যায় নি।

সম্ভবত উভয় রাজ্যের গভর্নর পরবর্তী সময়ে মিডিয়াতে বিস্তারিত জানাবেন। তাছাড়াও আগামী শুক্রবার অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয়ে সরকারের নীতি নির্ধারকদের পুনরায় দেশের অংশীদারদের বৈঠকের কথা রহিয়াছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৯৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৫৪০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪১৪ জন,OÖ রাজ্যে ৩১৭ জন,Steiermark রাজ্যে ২১৬ জন,Tirol রাজ্যে ১৮৮ জন,Kärnten রাজ্যে ১২১ জন,Vorarlberg রাজ্যে ৭১ জন,Salzburg রাজ্যে ৩৯ জন এবং Burgenland রাজ্যে ৩৭ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার ২৭,৩৩৩ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সমগ্র অস্ট্রিয়ায় এই পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ১৭০ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫,৭৮,৯৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,৭০৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৩৮,৬০৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩০,৬৩৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬১১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩৬২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার লকডাউন ২ মে পর্যন্ত বর্ধিত, স্কুল খুলবে ২৬ এপ্রিল

আপডেটের সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

ভিয়েনায় লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ ও সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে, ভিয়েনার চলমান লকডাউনটি আরও প্রায় দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ।

এপিএ জানিয়েছেন যে,ভিয়েনায় করোনার ক্রমবর্ধমান সংক্রমণ বিস্তার লাভের ফলে হাসপাতালের আইসিইউ ইউনিটগুলি প্রায় পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা দেয়ায় মেয়র লুডভিগ আজ ভিয়েনা সিটি কাউন্সিলর অফিসে ভিয়েনার বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন।

এই ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে মেয়র মিখাইল লুডভিগের(SPÖ)সাথে যুক্ত হয়েছিলেন ভিয়েনা সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকার (SPÖ) এবং ভাইস মেয়র ক্রিস্টোফ উইডারকেহর (NEOS),তাছাড়াও ভিয়েনা রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নিয়েছিলেন।

তারা ভিডিও কনফারেন্সে ভিয়েনার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বিশেষত ভিয়েনার নিবির পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর সক্ষমতার বিষয়ে আলোচনা করেছেন।

ভিয়েনায় বর্তমানে করোনার রোগীদের জন্য নির্ধারিত ৩১০ টি আইসিইউ বেডের মধ্যে ২৫০ টি বেড পূর্ণ হয়ে আছে। কাজেই বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন যে,সংক্রমণের বিস্তার এখনই নিয়ন্ত্রণে আনতে হলে চলমান লকডাউনটিকে আরও বাড়াতে হবে, নতুবা ভিয়েনা রাজ্য তার স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা করতে পারবে না।

ভিডিও কনফারেন্সের পর ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ এক প্রেস ব্রিফিংয়ে ভিয়েনার লকডাউনটি ২ মে পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত জানান।

তিনি আরও বলেন,ভিয়েনার স্কুলে দূরবর্তী শিক্ষা বা অনলাইন ক্লাশ অব্যাহত থাকবে। ভিয়েনার স্কুলগুলি আগামী ২৫ এপ্রিল খোলা হবে। ভিয়েনার লকডাউনটি বর্ধিত হওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া ব্যবসা-বাণিজ্য,হেয়ার ড্রেসার সহ অন্যান্য বাকী বিভিন্ন পরিষেবা সার্ভিস অব্যাহত বন্ধ থাকবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সন্ধ্যায় জানা গেছে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বাকী দুইটি রাজ্যের মধ্যে লোয়ার অস্ট্রিয়া তার লকডাউন ভিয়েনার সাথে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বুর্গেনল্যান্ডের থেকে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত এখনও জানা যায় নি।

সম্ভবত উভয় রাজ্যের গভর্নর পরবর্তী সময়ে মিডিয়াতে বিস্তারিত জানাবেন। তাছাড়াও আগামী শুক্রবার অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয়ে সরকারের নীতি নির্ধারকদের পুনরায় দেশের অংশীদারদের বৈঠকের কথা রহিয়াছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৯৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৫৪০ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪১৪ জন,OÖ রাজ্যে ৩১৭ জন,Steiermark রাজ্যে ২১৬ জন,Tirol রাজ্যে ১৮৮ জন,Kärnten রাজ্যে ১২১ জন,Vorarlberg রাজ্যে ৭১ জন,Salzburg রাজ্যে ৩৯ জন এবং Burgenland রাজ্যে ৩৭ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার ২৭,৩৩৩ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সমগ্র অস্ট্রিয়ায় এই পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ১৭০ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫,৭৮,৯৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,৭০৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৩৮,৬০৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩০,৬৩৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬১১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩৬২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস