ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের কাউখালী থেকে অবৈধভবে পাচার কালে স্থাণীয় কচা নদীতে অভিযান চালিয়ে কোষ্ট গার্ড সাগর থেকে অবৈধভাবে ধরে আনা হাঙ্গর উদ্ধার করেছেন।
বুধবার (০৭এপ্রিল) দুপুরে কোষ্টগার্ডের একটি টিম এ অভিযান পরিচালনা করে কচা নদীর মোহনায় সাগর থেকে আসা একটি ট্রলারে থাকা দুটি বড় হাঙ্গর ও একটি ছোট হাঙ্গর সহ মোট তিনটি হাঙ্গর উদ্ধার করেন। এসময় ট্রলারে থাকা জেলেরা পালিয়ে যায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, হাঙ্গর তিনটির ওজন হবে ৫ মনের অধিক যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ওই দিন বিকালে স্থাণীয় খাদ্য গুদাম এলাকায় সন্ধা নদীর চরে হাঙ্গর তিনটি আগুনে পুড়ে মাটিতে পুতে রাখা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল এবং কোষ্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস