ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: সময় সময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়ার পিতা সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ খান (৭২) মঙ্গলবার (০৬ এপ্রিল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঐ দিন সকাল সোয়া ৯ টায় পৌরসভার শিকারপুরের তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তার জৈষ্ঠ্য পুত্র সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুল ইসলাম নাছিম, পিরোজপুর রিপোটার্স ইউনিটির (পিআরইউ) সভাপতি এসএম পারভেজ ,উদিচির জেলা সভাপতি সাংবাদিক মো. খালিদ হোসেন আবু প্রমুখ।
তাকে আজ আছর নামাজ বাদে নিজ বাড়ির আঙ্গিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে তথ্য দেয়া হয়েছে।
এদিকে সময় সময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়ার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান,জার্মান-বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার এবং ION TV এর বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল, গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বিডি নিউজ ইইউ এর সম্পাদক এবং প্রকাশক মোঃ জহিরুল ইসলাম ।
সবাই মরহুমের রুহের মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস