ভিয়েনায় করোনার রোগী দ্বারা আইসিইউ প্রায় পূর্ণ হওয়ার পথে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বর্তমানে করোনার হটস্পট। অবশ্য গত দুইদিন ইস্টারের ছুটি এবং লকডাউনের ফলে সংক্রমণের বিস্তার কিছুটা হ্রাস পেয়েছে। তবে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই সংক্রমণের পরিমাণ ছিল হাজারের ঘরে। ফলে স্বাভাবিকভাবেই ভিয়েনার হাসপাতাল ও আইসিইউ প্রচন্ড চাপের মধ্যে আছে।

ভিয়েনায় এখন করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন আছেন ২২৪ জন। তাছাড়াও বর্তমানে ভিয়েনার বিভিন্ন হাসপাতালে ৭৮৬ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ভিয়েনায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের কাছাকাছি এবং মৃত্যুবরণ করেছেন প্রায় ২,০০০ হাজার মানুষ। ভিয়েনায় বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১১,০০০ হাজারের কাছাকাছি। ভিয়েনায় এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন প্রায় ১ লক্ষ ৮ হাজার মানুষ।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,২১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৫৫১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫৪৩ জন,OÖ রাজ্যে ৩৯৪ জন,Steiermark রাজ্যে ২৪৪ জন,Tirol রাজ্যে ১৭০ জন,Kärnten রাজ্যে ১২৫ জন,Salzburg রাজ্যে ৯৭ জন, Burgenland রাজ্যে ৬৭ জন এবং Vorarlberg রাজ্যে ২৬ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ ইস্টার সোমবারের ছুটির দিনে অস্ট্রিয়ায় মোট ৯,৭৯৯ ডোজ করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অস্ট্রিয়া এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদানের পরিমাণ ১৭,৫৮,৬২০ ডোজ। করোনার ভ্যাকসিন প্রদানে অস্ট্রিয়া বর্তমানে পৃথিবীতে নবম স্থানে অবস্থান করছে।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৬০,৯৭২ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৯,৪৮২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,১৬,০৮৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৪০৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৬৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩১২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »