
অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন সমস্যা নিয়ে ৬ টি ইউরোপিয়ান দেশের মিনি শীর্ষ সম্মেলন
ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের নেতৃত্বে ইউরোপীয় দেশের সরকার প্রধান আন্দ্রেজ বাবিস (চেক প্রজাতন্ত্র), বয়কো বোরিসো (বুলগেরিয়া) এবং জেনেজ জানসা (স্লোভেনিয়া) এর সাথে তার কার্যালয়ে করোনার ভ্যাকসিন সম্পর্কে এক বিশেষ বৈঠকে মিলিত হন। তারা ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন বিতরণের জন্য “সংশোধন ব্যবস্থা” গ্রহণ করার জন্য ইইউর প্রতি আহবান জানিয়েছেন।…