হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চলের প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড ও গাছপালা ভেঙ্গে দিয়েছে কালবৈশাখী ঝড় ।
হবিগঞ্জ শহরের সাথে শায়েস্তাগঞ্জ সহ বিভিন্ন সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে অসংখ্য গাছ, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি।এরই মধ্যে মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবার সম্ভাবনা কম বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ ।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস