দেশ উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের অবদান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার-এমপি শাওন

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই রাষ্ট্রনায়ক হয়, তখনই দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশের গন্ডি পেরিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। এ অনন্য অর্জনের কৃতিত্ব ও অবদান জাতির পিতার সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার।

দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়শীলে উত্তরণ উপলক্ষে শনিবার সকালে লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বােধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এর আগে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়।

পরে পার্ক মাঠে বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন এমপি শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপত্বিতে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ আরও অনেকে।

সালাম সেন্টু /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »