চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে  ’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১’  উদযাপন করছে।

“মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ০৮:০০ ঘটিকায়  জেলা প্রশাসক  মোঃ নজরুল ইসলাম সরকার, ও  পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম  জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক সম্মান প্রদর্শন করেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

প্যারেড প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি, কারারক্ষী বাহিনী, বিএনসিসি ও রোভার স্কাউট দল  অংশ গ্রহণ করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ ঘটিকার সময় শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি দপ্তরের ইউনিট প্রধানগণ ও তাঁদের সহধর্মিণীগন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাকিব হাসান /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »