নাজিরপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে আচরন বিধি অবহিত করন সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে আচরন বিধি অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫মার্চ) বিকালে উপজেলার সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, থানার অফিসার ইন চার্জ মো. আশ্রাফুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া প্রমুখ। এতে উপজেলার ৪টি ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান ও ১৭৯ জন মেম্বার প্রার্থী অংশ গ্রহন করেন। এদের মধ্যে ৪১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার ওই সব প্রার্থীদের মার্কা নির্ধারন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানান, আগামী ১১এপ্রিল প্রথম ধাপের নির্বাচন হিসাবে উপজেলার সদর,মাটিভাঙ্গা, মালিখালী ও শেখ মাটিয়া এ ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদের মধ্যে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী সরদার মো. শাফায়েত হোসেন শাহীন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »