ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: কামাল হোসেন ও সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী অতিথি সহ কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত, উচ্ছেদ অভিযান, মোবাইল কোর্ট সাইভার অপরাধ এবং অনন্য বিষয় আলোচিত হয়েছে। সভায় জানানো হয়েছে গত মাসের চেয়ে ৯টি নারী নিযার্তনের মামলা বেড়েছে। তবে পারিবারিকভাবে ছেলে-মেয়েদের অভিভাবকরা তাদের খোজ-খবর ও নিয়ন্ত্রণ মনিটরিং না করায় অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটছে, যা সামাজিভাবেও নিয়ন্ত্রণ ও প্রতিরোধ না করায় করা হচ্ছে না।

বর্তমানে সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণহীন ভাবে প্রচার প্রচারনা সামাজিকভাবে ক্ষতি করছে। এরা  যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সে ব্যাপারে উস্কানিমুলক ফেসবুকে কোন পোস্ট না দেওয়ার জন্য সভায় সতর্ক করা হয়েছে।

বর্তমানে জেলায় ঝালকাঠি পৌরসভা ও ৩১টি ইউনিয়নের নির্বাচন আগামী ১১এপ্রিল। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ ও প্রশাসন পর্যাপ্ত মনিটরিং করা হচ্ছে এবং নির্বাচনে কোন ধরনের পেশী শক্তির ব্যবহার রোধ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাধন রায় /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »