চরফ্যাসনে দিনমজুরের স্ত্রী কে কুপিয়ে জখম

চরফ্যাসন (ভোলা) : চরফ্যাসন রসুলপুর ইউনিয়নের ভাভানচর ৪ নং ওয়ার্ডের দিনমজুর ইউছুফ চকিদারের স্ত্রী হাজেরাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী বাছেদ সদাগর সহ তার পরিবার।

বুধবার দুপুর ১২ টায় ইউছুফ চকিদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত হাজেরা কে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৬ জন কে আসামী করে ইউছুফ চকিদার শশীভূষণ থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

আহত হাজেরার স্বামী ইউছুফ চকিদার আজ বৃহস্পতিবার সকালে সরে জমিনে গেলে এই প্রতিবেদক কে জানান, বাছেদ সওদাগর এর বাড়ী এবং ইউছুফ চকিদারের বাড়ী রসুলপুর ৪ নং ওয়ার্ডে পাশাপাশি। বাছেদ সওদাগরের হাস মুরগী ইউছুফের বাড়ীর উঠোনে আসে আবার ইউছুফের হাস মোরগ বাছেদ সওদাগরের বাড়ীতে যায়। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝ পথে বাছেদ সওদাগর একটি দেশীয় দা দিয়ে ইউছুফ এর স্ত্রী হাজেরার মাথায় আঘাত করলে হাজেরা মাথা ফেটে যায় ।

এ সময়  বাছেদ সওদাগরের ছেলে রাহাত, রাসেল, মেয়ে সুমা এবং হামিদ ও লতিফ বাশের লাঠি দিয়ে উপর্যুপরি মারতে থাকে হাজেরা কে। এতক্ষনে হাজেরা জ্ঞান শূন্য হয়ে পড়ে। প্রতিবেশীরা খবর পেয়ে হাজেরাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরই হাজেরার ঘরের আলনার কাছের গ্লাস ভেঙ্গে এবং ড্রয়ার ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বাছেদের ছেলে রাহাত এবং বাক্সে থাকা সোনার ধূল ও চেইন নিয়ে নেয় বাছেদের মেয়ে সুমা। ঘটনার সময় হাজেরা স্বামী অন্যের জমিতে ক্ষেত নিরানীর কাজ করছিল। হাজেরা ছেলে মেয়েরা লাকরি কুড়াতে প্রতিবেশীদের বাগানে ছিলো। বাড়ীতে একাই ছিল গৃহবধূ হাজেরা।

এ ব্যাপারে হাজেরা স্বামী ইউছুফ চকিদার বাদী হয়ে শশীভূষণ থানায় ৬ জন কে আসামী করে একটি এজাহার দাখিল করেছেন। এলাকার একাধীক মহিলা – পুরুষ জানান, বাছেদ সওদাগর আগে চরফ্যাসন বাজারে বাড়ী ছিলো। ভাষান চরে আসার পরই কারো না কারো সাথে তার নিয়মিত ঝগড়া লেগেই থাকে।

শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, একটি অভিযেগ পেয়েছি, আমার অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন। সত্যতা পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। এ দিকে অভিযুক্ত বাছেদ সওদাগর এই ঘটনার পর থেকে গা ঢাকা দেয়ায় তার বক্তব্য জানা যায় নি।

জামাল মোল্লা /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »