ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা ভাইরাস নির্মূলে টিকা কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৩ হাজার ১৬৪ জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ২১ হাজার ৭৭৬ জন এবং নারী ১১ হাজার ৩৮৮ জন। ভোলা জেলায় টিকা নিয়েছেন ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ৫২০ জন এবং নারী ৩২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এমআইএস) এর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিভাগে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৬৭ জন। পুরো দেশে মোট টিকা দেয়া হয়েছে ৩৯ লাখ ৬ হাজার ৫শ’ জনকে।
সাব্বির আলম বাবু /ইবি টাইমস