হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও অটোরিকশা (টমটমের) মুখোমুখি সংর্ঘষে টমটমের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। জানা যায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ – শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী(ঢাকা মেট্রো-ব- ১১-৫৯৬৪) যাত্রীবাহী বিরতীহীন বাস শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী অটোরিকশার(টমটম) সামনে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মারাজ জানান,ঘটনাস্থলের পাশেই ছিলেন তিনি। বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন তিনি ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালকের মরদেহ উদ্ধার করেছি। তবে এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস