ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ জেলা পর্যায়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান কর্মকর্তা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রেডক্রিসেন্ট সোসাইটি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ভূমি কম্প এবং অগ্নিকান্ডের প্রতিরোধ মূলক ২দিন ব্যাপি মহড়া অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৪ মার্চ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এবং ৮মার্চ সকাল ১১টায় সদর হাসপাতাল চত্বরে মহড়া অনুষ্ঠিত হবে। এই সকল অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রসহ জন সাধারণের উপস্থিত রাখার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাধন রায় /ইবি টাইমস