হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা সদরের দশকাহনিয়া গ্রামে বড় ছেলে উজ্জল কর্তৃক শিকলবন্দি বৃদ্ধ বাবা আবুল কালাম আবু মিয়াকে উদ্ধার করেছে পুলিশ।গতকাল রবিবার বিকেল ৩ টায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশকে এলাকাবাসী জানায়, সম্প্রতি বৃদ্ধ আবুল কালাম আবু মিয়া তার পরিবারের সদস্যদের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যান। ২০ ফেব্রুয়ারি তিনি বাড়িতে আসেন। এরপর তাকে শিকলবন্দি করে রাখে তার বড় ছেলে উজ্জল মিয়া। পুলিশ এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিকলবন্দি আবু মিয়াকে উদ্ধার করেছে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির জানান,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিগ্ধা তালুকদারের নির্দেশে আবু মিয়াকে উদ্ধার করা হয়েছে। বড় ছেলে উজ্জল মিয়া তাকে শিকলবন্দি করে রেখেছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তার পায়ের শিকল খুলে দেওয়া হয়। এখন তিনি শিকলবন্দি থেকে মুক্ত।
আবু মিয়ার চার ছেলে ও চা যের মেয়ে আছে। সন্তানদেরকে না জানিয়ে তিনি (আবু মিয়া) সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। এ কারণে তাকে শিকলবন্দি করে রাখা হয়েছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস