ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার আজ জাতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি গত এক সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণ করে আশঙ্কা প্রকাশ করে বলেন,অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বাড়ছে এবং তা আরও বৃদ্ধি পাবে। তাই সম্ভবত আপাতত রেস্টুরেন্ট সহ বাকী যেসব প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে,তা আর সহসা খুলছে না।
তিনি বলেন,লকডাউনটি এখনও প্রভাব ফেলছে বলে বর্তমান সংক্রমণের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। স্বাস্থ্যমন্ত্রী আনস্কোবার ধরে নিয়েছেন যে মিউটেশন ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অস্ট্রিয়ায় করোনার সংক্রমণের বিস্তার বা সংখ্যা আগামী সপ্তাহগুলিতে ধীরে ধীরে আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি।
রবিবার নতুন করোনায় সংক্রমণের সংখ্যা – সপ্তাহান্তে বরাবরের মতো – আগের দিনগুলির তুলনায় কম ছিল: স্বাস্থ্যমন্ত্রনালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের তথ্য অনুযায়ী আজকের করোনায় আক্রান্তের সংখ্যা ১,১৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এই সপ্তাহে পরিস্থিতি স্থিতিশীল তবে পরের সপ্তাহ থেকে লকডাউনের যে প্রভাব গত সোমবার থেকে শিথিল হয়েছিল তা ধীরে ধীরে হ্রাস পাবে, একই সময়ে পরিবর্তনের ক্রমবর্ধমান সংখ্যার পরিণতিও দেখাবে বলে বিশ্লেষণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার (গ্রিনস)। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে বেশী বেশী করে করোনার পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান,আমাদের করোনার মিউটেশন ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সচেতন থাকতে হবে। তিনি জানান,করোনার মিউটেশন ভাইরাসের সংক্রমণ না থাকলে আমরা এতদিনে অনেক স্বাভাবিক অবস্থায় ফিরে আসতাম। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান অস্ট্রিয়ায় এই পর্যন্ত প্রায় ৪ লক্ষাধিক করোনার ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে।
এদিকে আজ রবিবার থেকে জার্মানি অস্ট্রিয়ার টাইরল রাজ্যের সাথে সীমান্তে কঠোরতা ও ব্যাপক বিধিনিষেধ আরোপ করায় অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, জার্মানির এই কঠোরতা “একেবারেই অগ্রহণযোগ্য”। তবে উভয় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে যারা এপার-ওপার কাজ করেন,তাদেরকে কিছু কঠোর বিধিনিষেধ সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে সীমান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,১৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২৪৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৫৪ জন,OÖ রাজ্যে ১৬১ জন, Steiermark রাজ্যে ১৫৫ জন,Kärnten রাজ্যে ১০৫ জন, Salzburg রাজ্যে ৯৩ জন,Tirol রাজ্যে ৭৪ জন, Voralberg রাজ্যে ৬১ জন এবং Burgenland রাজ্যে ৩৪ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৩,৪৮৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,২১১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,১১,১৯৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৪,০৭৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৫৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩১১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস