উন্নয়নের নামে দেশ লুটপাটের মহা-উৎসব চলছে : বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ জাহিদ হোসেন

হবিগঞ্জ,প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ছলিম উল্লার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালানায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জেড এম জাহিদ হোসেন।

সম্মেলন উদ্ধোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ- সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।

সম্মেলনে আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল কে সভাপতি, ফজলুল করিম ফজলু কে সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ আবু তাহের কে সাধারন সম্পাদক, আব্দুল কাইয়ুম ফারুক কে যুগ্ন সম্পাদক ও আব্বাস উদ্দিন তালুকদার কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জেড এম জাহিদ হোসেন বলেন,বর্তমান সরকারের দূর্নীতির কারনে সাধারন মানুষ আজ দিশে হারা। করোনায় ত্রান নিয়ে সারাদেশে কি যে করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন করোনার ভ্যাকসিন নিয়া শুরু করেছে। উন্নয়নের নামে লোটপাটের মহা-উৎসব চলছে দেশে। সাধারন মানুষ থেকে শুরু সবাই আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। দূর্নীতি আর দূশাষনের বিরুদ্ধে মাঠে নামতে হবে। আন্দোলন ছাড়া এই সরকারের পতন করা সম্ভবনা। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যে কোন সময় আন্দোলনের কর্মসুচি আসতে পারে। আন্দোলন করেই এ অবৈধ সরকারের পতন করবো ইনশাহআল্লাহ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »