ইতালির রাজধানী রোমে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন প্রবাসী বাংলাদেশী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির রোমের স্থানীয় বাংলা পত্রিকা সমূহ ও রোমা রিপাবলিকা জানায়,গতকাল ইতালির প্যারামিলিটারী ফোর্স ক্যারাবিনিয়ারি বাংলাদেশ থেকে আগত ২ জন প্রবাসীকে সন্দেহ হলে আটক করেন। তাদেরকে তল্লাশি করলে তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা পাওয়া যায় এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ইতালির স্থানীয় পত্রিকাটি জানায়, রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বাংলাদেশ থেকে আগত ২ জন যাত্রীর নিকট থেকে ক্যারিবিনিয়ারি মাদকদ্রব্য ইয়াবার ৫ হাজার ১০০ শত পিস উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ক্যারাবিনিয়ারি গোপন সূত্রের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়। ইতালির প্যারামিলিটারী ফোর্স ক্যারাবিনিয়ারি ২ প্রবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে রোমের একটি বাসায় তল্লাশি চালিয়ে আরও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করেছেন।

স্থানীয় পত্রিকাটি জানায়,আটককৃত মাদকদ্রব্য ইরাবার বাজার মূল্য প্রায় ৩০,০০০ হাজার ইউরো। আটককৃত ২ জন প্রবাসী বাংলাদেশীকে ইতালির নিরাপত্তা কর্মীরা লাত্তিনা কারাগারে প্রেরন করেছে। খুব শীঘ্রই তাদেরকে ইতালির মাদকদ্রব্য আইনে বিচারের সম্মুখীন হতে হবে।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »