ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন কাজীর চর মেঘনা গুচ্ছগ্রাম ১শ’ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ.এম সুমন।
গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিডিআরপি) দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনার্থীদের শাক-সবজি চাষ, ফলের বাগান, তরকারী চাষ প্রশিক্ষণ, কৃষি, মৎস্য ও গবাধিপশু মোটাতাজা করণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সুবিধা বঞ্চিত লোকদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা ও অবহেলিত সুবিধা বঞ্চিত লোকদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।
এই সময় উপস্থিত ছিলেন কুষি অফিসার আকাশ বৈরাগী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা, মৎস্য অফিসার আঃ গাফফার, মনপুরা ইউসিসিএ লিঃ সভাপতি আব্দুস ছালাম প্রমুখ।
সাব্বির আলম বাবু/ইবি টাইমস